Top Newsএশিয়া কাপের আগেই ভারতীয় বোর্ডে বিরাট রদবদল

এশিয়া কাপের আগেই ভারতীয় বোর্ডে বিরাট রদবদল

SBN Digital: জল্পনার অবসান। বিসিসিআই-এর সভাপতির পদ ছাড়তে চলেছেন রজার বিনি৷ বিনির জায়গায় অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব সামলাবেন রাজীব শুক্লা৷ বোর্ডের নির্বাচনের আগে পর্যন্ত শুক্লাকে সামলাতে হবে এই গুরুদায়িত্ব। শুক্লা এতদিন বিসিসিআইয়ের সহ সভাপতি পদের দায়িত্ব সামলেছেন। শেষ পর্যন্ত রজার বিনির জায়গায় বিসিসিআইয়ের সভাপতির আসনে বসলেন রাজীব শুক্লা। ইতিমধ্যেই বোর্ডের এই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে বিসিসিআই। বোর্ড সূত্রে জানা গিয়েছে, আগামী সেপ্টেম্বরে বিসিসিআইয়ের সভাপতি পদে নির্বাচন। আপাতত বোর্ডগঠন না হওয়া পর্যন্ত সভাপতি পদের দায়িত্ব সামলাবেন শুক্লা। এর আগে ২০২০ সালের ১৮ ডিসেম্বর বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিসিআই’য়ের ভাইস-প্রেসিডেন্ট পদে বসেছিলেন রাজীব শুক্লা৷ গত বুধবার বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন শুক্লা৷
এদিকে সবে মাত্র পাশ হয়েছে জাতীয় ক্রীড়া বিল। এই নয়া আইন অনুযায়ী বিসিসিআই আধিকারিক পদে থাকার সর্বোচ্চ বয়সসীমা ৭০ থেকে বেড়ে ৭৫ করা হয়েছে। ফলে পুনরায় নির্বাচন জিতে বোর্ড সভাপতির পদে বসতে পারেন বিনি৷ নইলে আগামী ৫ বছরের জন্য নতুন সভাপতি পাবে বিসিসিআই।