Top NewsArrested: বালির গাড়ি আটকে তোলাবাজি, ঝাড়গ্রামে গ্রেফতার ২

Arrested: বালির গাড়ি আটকে তোলাবাজি, ঝাড়গ্রামে গ্রেফতার ২

SBN DIGITAL: গত ২০ আগস্ট ঝাড়গ্রাম জেলার লালগড়ের সিজুয়া রাজ্য সড়ক। বালি বোঝায় গাড়ির পথ আটকে দাড়াল একদল যুবক। যাদের প্রত্যেকের হাতে টর্চ লাইট। রাজ্যসড়কে একএক করে গাড়ি আসতেই হম্বিতম্বি শুরু বালি-বোঝাই গাড়িটির চালক এবং খালাসির উপর, ‘আমরা অফিসার। আপনাদের কাছে বৈধ কাগজপত্র আছে রাত্রে এভাবে যাতায়াতের?’ এরপর লোক দেখানো তল্লাশি এবং মোটা অঙ্কের টাকার দাবি। এবং দাবি না মেটালে গ্রেফতার করা ও কেসে ফাঁসিয়ে দেওয়ার হুমকি। শুনে শুরুতে বেশ ঘাবড়েই গিয়েছিলেন গাড়ির চালকেরা। তল্লাশিতে বাধা দেওয়ার সাহস হয়নি। কিন্তু গাড়ির বৈধ কাগজপত্র যেহেতু সঙ্গে ছিল, টাকা দিতে সোজাসুজি অস্বীকার করেন অনেকে। শুরু হয় দু’পক্ষের তর্কাতর্কি। এমনকি গাড়ির চালকদের মারধর-মোবাইল ছাড়িয়ে নেওয়া হয়। ঘটনায় একাধিক গাড়ির চালক জখম হয়। এরপরই লালগড় থানায় ট্রাক চালকেরা লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের পরিপ্রেক্ষিতে শুক্রবার রাতে সিজুয়া এলাকায় টহলদারী চালাচ্ছিল লালগড় থানার পুলিশ। মাঝরাতে সড়কের উপর জটলা দেখে থেমে যান টহলদারি অফিসার। তারপরেই আকাশ পতিহার ও সুমন পতিহার নামে দুই যুবককে গ্রেফতার করা হয়। ধৃত দুই যুবকের বাড়ি কাঁটাপাহাড়ি এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনার তদন্তে নেমে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। ধৃতদের ঝাড়গ্রাম জেলা আদালতে তোলা হলে। বিচারপতি তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।