Top Newsদেশজুড়ে শুরু হতে চলেছে এসআইআর

দেশজুড়ে শুরু হতে চলেছে এসআইআর

SBN Digital: বিহারের পর এবার শীঘ্রই শুরু হতে চলেছে দেশব্যাপী ভোটার তালিকার নিবিড় ও বিশেষ সংশোধন বা এসআইআর। নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামী অক্টোবর মাসেই শুরু হবে এসআইআরের কাজ। সমগ্র দেশজুড়েই যে এসআইআর হবে তা নিয়ে অনেকদিন থেকেই কানাঘুষো শোনা যাচ্ছিল। কিন্তু এনিয়ে দিনক্ষণ স্পষ্ট ছিল না। তবে বুধবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে সব রাজ্যের মুখ্য নির্বাচনি আধিকারিককে নিয়ে একটি বৈঠক ডাকা হয়েছিল। সেই বৈঠকে এসআইআরের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়েছে। সূত্রের খবর, বিহারের বিধানসভা নির্বাচন শেষ হওয়ার আগেই দেশজুড়ে এসআইআরের কাজ ঘোষণা করা হবে। রাজ্যের মুখ্য নির্বাচনি আধিকারিকদের ৩০ সেপ্টেম্বরের মধ্যেই সমস্ত প্রস্তুতি সেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। পুজোর পর অর্থাৎ অক্টোবরেই দেশজুড়ে এসআইআর শুরু করবে কমিশন। এদিকে, বিহারে এসআইআরের ঘোষণা হওয়ার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। যা নিয়ে একাধিক মামলা চলছে সুপ্রিম কোর্টেও। এসআইআর চলাকালীন কমিশনের খসড়া তালিকা থেকে প্রায় ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছিল। যা নিয়ে প্রশ্ন উঠেছিল। এমনকি বিহারে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার জন্য ১১টি নথির মধ্যে আধার কার্ড ছিল না। পরবর্তীতে সুপ্রিম কোর্ট জানিয়েছে, ব্যক্তি পরিচয়ের প্রামাণ্য নথি হিসাবে আধার কার্ড ব্যবহার করা যাবে। তবে এই নিয়ম আপাতত শুধু বিহারের জন্যই। সেই সঙ্গে শীর্ষ আদালত ও কমিশন স্পষ্ট করে দিয়েছে, আধার শুধুমাত্র পরিচয়পত্র, কোনওভাবেই নাগরিকত্বের প্রমাণপত্র নয়। অন্যদিকে, এসআইআর নিয়ে প্রথম থেকেই বিরোধিতা জানিয়েছে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল সহ বিরোধী রাজনৈতিক দলগুলি। আধার কার্ডকে কেন এসআইআরের জন্য কমিশন বিবেচনা করছে না, তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই রাজ্যবাসীকে আধার কার্ড বানিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন তিনি। পশ্চিমবঙ্গে ২০০২ সালে শেষ এসআইআর হয়েছিল। সে বছরের ভোটার তালিকা আগেই প্রকাশ্যে এনেছে কমিশন। তার ওপর আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে দেশজুড়ে এসআইআরের সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।