SBN Digital: একনাগাড়ে বৃষ্টি চলছে মঙ্গল সকালেও। কয়েকঘণ্টার টানা বৃষ্টিতে ডুবেছে শহর। উত্তর, মধ্য, দক্ষিণ কলকাতা একপ্রকার জলের তলায়। জলমগ্ন গোটা সল্টলেক চত্বর এবং পার্শ্ববর্তী এলাকাও।
মঙ্গলবার শহরের দিকে তাকালেই দেখা যাচ্ছে, মানিকতলা থেকে মুদিয়ালি, সর্বত্র কোমর জল। ডুবে গিয়েছে রাস্তা-ঘাট। রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ি, অটো জলের তলায়। লাইনে জল জমে গিয়ে ব্যাহত ট্রেন, মেট্রো চলাচল। কয়েক ঘণ্টার বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। শহরবাসী মনে করতে পারছেন না, প্রতি বর্ষায় কম বেশি জলযন্ত্রণা হলেও, শেষ কবে এই পরিমাণ বৃষ্টির সাক্ষী থেকেছে শহর।
পুজোর সময় রাজ্যে আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে চিন্তিত সাধারণ মানুষ থেকে শুরু করে পুজো উদ্যোক্তারা। প্রবল বৃষ্টির আশঙ্কায় অনেক জায়গায় প্যান্ডেল তৈরির কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। কলকাতা ও শহরতলিতে ইতিমধ্যেই নিম্নচাপের খবরে উদ্বেগ ছড়িয়েছে।
Kolkata Rain: বৃষ্টিতে জলমগ্ন কলকাতা, পুজোর আগে দুর্ভোগ
