কলকাতাবিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় রাজ্য-CESC’র কাছে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় রাজ্য-CESC’র কাছে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

SBN Digital: সোমবার রাতের প্রবল বৃষ্টিতে মঙ্গলবার জলমগ্ন হয়ে পড়েছিল কলকাতা। সল্টলেক, উল্টোডাঙা, গড়িয়া, বালিগঞ্জ – সর্বত্র ছিল এক ছবি। জলমগ্ন কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে আটজনের। এছাড়া বিষ্ণুপুর ও নরেন্দ্রপুরে আরও দুই তরুণের মৃত্যু হয়েছে। সরকারি সূত্রের খবর, দুর্যোগে সব মিলিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় সিইএসসি’র কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট।বৃহস্পতিবার স্বতঃপ্রণোদিত মামলায় হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা নিয়ে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাকে রিপোর্ট জমা দিতে হবে। কীভাবে একদিনে এতগুলো মানুষের প্রাণ গেল, তা নিয়ে রাজ্য, কলকাতা পুরনিগমের কাছেও রিপোর্ট তলব করেছে আদালত। নিকাশি ব্যবস্থা নিয়ে কী পদক্ষেপ করা হয়েছে, সেই বিষয়ে রিপোর্ট জমা দিতে হবে পুরনিগমকে। এর পাশাপাশি মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া নিয়ে অবস্থান জানাবে রাজ্য। ৭ নভেম্বর মামলার পরবর্তী শুনানি।বুধবার ভবানীপুরের একটি পুজোর উদ্বোধনে গিয়ে মমতা জানান, সিইএসসি যদি মৃতদের পরিবারের চাকরির ব্যবস্থা না করে, তা হলে পরিবারের একজনের কর্মসংস্থানের ব্যবস্থা করবে তাঁর সরকার। রাজ্য সরকারের তরফে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী।