Top Newsদেশজুড়ে 4G পরিষেবা শুরু করল BSNL

দেশজুড়ে 4G পরিষেবা শুরু করল BSNL

নিজস্ব প্রতিনিধিঃ দেশজুড়ে ফোর জি পরিষেবা শুরু করল ভারত সঞ্চার নিগম লিমিটেড। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওডিশা থেকে এই পরিষেবার কথা ঘোষণা করেন। স্বাভাবিকভাবেই এই পরিষেবা চালু হলে আমূল বদলে যাবে টেলিকম শিল্প। দীর্ঘদিন ধরেই ফোর জি পরিষেবার দাবিতে বিএসএনএল কর্মীরা কেন্দ্রের কাছে অনুরোধ করেছিলেন। তাঁদের অনুরোধে পদক্ষেপ করে কেন্দ্র। বিগত বেশ কয়েক বছর ধরে গোটা দেশজুড়ে দেশীয় প্রযুক্তিতে ফোর জি টাওয়ার বসানো হয়।চিন, ডেনমার্ক, দক্ষিণ কোরিয়া এবং সুইডেনের পর ভারতই একমাত্র জায়গা যেখানে দেশীয় প্রযুক্তিতে এই পরিষেবা চালু হচ্ছে। ইতিমধ্যেই ৯৮ হাজার টাওয়ার বসানোর জন্য ৩৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে কেন্দ্র।এদিকে বিএসএনএল সূত্রে জানা গেছে, ফোর জি পরিষেবা চালু হওয়ার পর আর নেটওয়ার্ক সমস্যা হবে না। পাশাপাশি রিচার্জ প্ল্যানগুলি বেসরকারি সংস্থার চেয়ে ৩০-৪০ শতাংশ সস্তা হবে। এই মুহূর্তে পরিষেবা পাবেন  ৯০ লক্ষ গ্রাহক।