Top NewsDEBRA: নবমীর ভোরে অঘটন, গৃহস্থের বাড়ি থেকে দূর্গাপূজোর মন্ডপে আগুন! এলাকায় তীব্র...

DEBRA: নবমীর ভোরে অঘটন, গৃহস্থের বাড়ি থেকে দূর্গাপূজোর মন্ডপে আগুন! এলাকায় তীব্র চঞ্চল্য

নিজস্ব সংবাদদাতাঃ আজ মহানবমী। ষষ্ঠী থেকে দশমী শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় আনন্দে মেতে উঠেছে মাতোয়ারা বাঙালি। পশ্চিমবঙ্গের গণ্ডি পেরিয়ে দেশ, বিদেশের মানুষরাও মেতে ওঠেন এই উৎসবকে ঘিরে। এই আনন্দ উৎসবের মাঝেই দুঃখের খবর। বুধবার নবমীর ভরে দুর্গোৎসব পুজো কমিটির মন্ডপে আগুন লাগর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এলাকা জুড়ে।
জানা গিয়েছে, নবমীর ভোরে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের পেপার মিল সংলগ্ন একটি বাড়িতে হঠাৎই আগুন লাগে। দাউ দাউ করে জ্বলতে থাকে পুরো বাড়ি। পুড়ে ছাই হয়ে যায় বাড়ির আসবাসপত্র। সেই বাড়ির আগুনের লেলিন শিখা বাতাসের মাধ্যমে ডেবরা পেপার মিল সার্বজনীন দূর্গা উৎসব কমিটির পূজা মণ্ডপে ছড়িয়ে পড়ে। তারপর দুর্গা মন্ডপে আগুন লেগে যায়।
ঘুমন্ত ভরে! ডিউটি সেরে থানার দিকে ফিরছিলেন ডেবরা থানার ট্রাফিক বিভাগের পুলিশ কর্মীরা। বিষয়টি তাদের নজরে আসতেই তড়িঘড়ি তারা আগুন নিভানোর চেষ্টা করে। প্রায় দু’ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও প্যান্ডেলের কিছুটা অংশ পুড়ে যায়। বাড়ির সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়।
সূত্রে জানা গিয়েছে, প্রথমে মন্ডপের সামনে বাড়িতে আগুন লাগে। সেই বাড়ির লেলিন শিখা থেকে আগুন ছড়িয়ে পড়ে মন্ডপে। তবে কি কারণে আগুন লাগার ঘটনা ঘটলো তা এখনো সস্পষ্ট নয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ডেবরা থানার পুলিশ।