Top NewsSabang News: বাবা-মাকে কুপিয়ে খুন 'গুণধর' ছেলের!, সবং এলাকায় চাঞ্চল্য

Sabang News: বাবা-মাকে কুপিয়ে খুন ‘গুণধর’ ছেলের!, সবং এলাকায় চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধিঃ বাবা মাকে কুপিয়ে খুন করল গুণধর ছেলে। গতকাল শুক্রবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের ১ নং দেভোগ অঞ্চলের খরপরা গ্রামে। মৃতদের নাম ভীম হাঁসদা(৫৫) ও সম্বারী হাঁসদা(৪৮)। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।” তদন্তকারী অফিসারেরা মনে করছেন, ওই অভিযুক্ত মানসিক ভাবে অসুস্থ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত গোপাল হাঁসদা বিবাহিত,মা-বাবাকে নিয়ে থাকতো। দিনমজুরের কাজ করতেন গোপালের বাবা মা। পারিবারিক অশান্তির কারণে গোপালকে ছেড়ে বেশ কয়েক বছর আগে চলে যায় তার স্ত্রী। পরিবারের সদস্য সরস্বতী হাঁসদা জানান, শনিবার সকাল প্রায় ১০ নাগাদ বাড়ির দরজা বন্ধ থাকায় সন্দেহ হয়। একাধিকবার ডাকাডাকির পরেও গোপালের পরিবারের কারো সাড়া না পাওয়ায়।
স্থানীয়রা ধাক্কা দিয়ে দরজা খুলেন। তখনই ভয়ংকর দৃশ্য নজরে আসে। রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে রয়েছে গোপালের বাবা ভীমের মৃতদেহ। তার পাশে মাটিতে পড়ে রয়েছে মা সম্বারী দেহ। অভিযোগ, গোপাল রাতে বাবা ও মাকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে এলাকা থেকে গা ঢাকা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে পারিবারিক অশান্তির  কারণে এই ঘটনা ঘটিয়েছে অভিযুক্ত গোপাল। এ বিষয় সবং থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক (Oc) চঞ্চল সিংহ জানিয়েছেন, পুরো ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। অভিযুক্ত গোপাল হাঁসদাকে গ্রেপ্তার করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।