SBN Digital: একরাতের বৃষ্টিতেই বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরবঙ্গের জেলাগুলি। উত্তরের এই ভয়াবহ পরিস্থিতি মোকাবিলার ব্লু-প্রিন্ট তৈরি করতে এদিন জেলা প্রশাসনের সঙ্গে জরুরি বৈঠক সেরে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দার্জিলিংয়ের ক্ষয়ক্ষতি সম্পর্কেও এদিন খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী। জেলাশাসকদের মানুষের পাশে দাড়ানোর বার্তা দিয়েছেন তিনি। এই বিপর্যয়ের আবহে উপদ্রুত এলাকায় দ্রুত ত্রাণ সামগ্রী সরবরাহ সহ অন্যান্য সকল জরুরি পদক্ষেপ নেওয়ারও বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।
এদিনের এই বৈঠকে উত্তরবঙ্গের জেলার জেলাশাসকদের পাশাপাশি উপস্থিত ছিলেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। নবান্নের তরফে উপস্থিত ছিলেন মুখ্যসচিব সহ একাধিক সচিব পর্যায়ের আধিকারিকেরা। এদিন মুখ্যমন্ত্রী ফোনে মুখ্যসচিবকে বলেন, “আমি খুব শীঘ্রই যাচ্ছি উত্তরবঙ্গে।”
বিপর্যস্ত উত্তরবঙ্গ! জেলা শাসকদের সঙ্গে জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রী
