রাজ্যBelda Excise: ভোটের আগে নারায়ণগড়ে বড় অভিযান আবগারি দপ্তরের! উদ্ধার চোলাই মদ...

Belda Excise: ভোটের আগে নারায়ণগড়ে বড় অভিযান আবগারি দপ্তরের! উদ্ধার চোলাই মদ ও সরঞ্জাম, গ্রেফতার ১

SBN NEWS DIGITAL: আবগারি দফতরের বড়সড় সাফল্য। মঙ্গলবার সকালে আবগারি দফতর গোপন সূত্রে খবর পেয়ে নারায়ণগড় আহর মুন্ডা গ্রামে একটি অবৈধ চোলাই কারবারীর ঠেকে হানা দিয়ে অবৈধ চোলাই মদ তৈরির সরঞ্জাম সহ মদের ঠেক ভেঙে গুঁড়িয়ে দেয়। তারসাথে ওই চোলাই ঠেকে মদ তৈরি করার সময় এক কর্মীকে হাতেনাতে ধরে ফেলে। যদিও চোলাই ঠেকের মালিক পলাতক। জানা গিয়েছে দীর্ঘদিন ধরে ওই গ্রামে কিংকর দাস নামে এক ব্যক্তির বিরুদ্ধে চোলাই মদ তৈরি করা ও সরবরাহের অভিযোগ দিনের পর দিন ধরে উঠছিল। অভিযোগ এই ব্যাক্তি বেআইনিভাবে দিনের পর দিন চোলাই মদের কারবার চালিয়ে যাচ্ছিলেন। এলাকার মানুষের কাছ থেকে এই অভিযোগ পেয়ে ওই এলাকায় পৌঁছায় বেলদা আবগারি দফতরে।

আর সেই অভিযোগ পেয়ে এইদিন অভিযানে গিয়ে হাতেনাতে চোলাই মদ তৈরি করার সময় এক কর্মচারীকে ধরে ফেলেন আবগারি দফতরের কর্মীরা। যদিও সেই সময় অবৈধ চোলাই মদের ঠেকের মালিক ছিল না। তবে তার খোঁজ চালাচ্ছে আবগারি দফতরের আধিকারিকরা। এমনটাই জানা গিয়েছে। আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে অভিযানে নষ্ট করা হয়েছে ১৬০০ লিটার ফর্মানটেড ওয়াস, ৪০ লিটার চোলাই মদ, মদ তৈরির সরঞ্জাম। আর কয়েকটা চারটে হাঁড়ি সহ একাধিক সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে। এই দফতরের সূত্রে জানা গিয়েছে ধৃত কর্মচারীর নাম বীরবল সিং।

ধরার পর তাকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালানো হয়েছে চোলাই মদের ঠেকের মালিক তৈরি মদ কোথায় পাচার করত, বা আর এই অবৈধ ঠেকের সঙ্গে কারা কাজ করতো।এই ব্যাপারে আবগারি দফতরের বেলদা সার্কেলের ওসি সত্য সুন্দর সরকার জানিয়েছেন চোলাই ঠেকের বিরুদ্ধে প্রত্যেক দিনই অভিযান চলে। আগামী দিনেও অভিযান চলবে। ধৃত বীরবল সিংকে এইদিন খড়গপুর মহকুমা আদালতে তোলা হয়েছে।