SBN NEWS DIGITAL: ১০ বছরের নাবালিকা গৃহ পরিচারিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল গৃহকর্তার ছেলের বিরুদ্ধে। তিনদিন পর গৃহকর্তার বাড়ির চিলেকোঠা থেকে উদ্ধার হয় নাবালিকার মৃতদেহ। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার অন্তর্গত সুলতানপুর এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত সোমবার সুলতানপুর এলাকায় রুবি খাতুন নামে এক মহিলার বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতে যায় ওই এলাকার এক নাবালিকা। তারপর থেকে ওই নাবালিকার খোঁজ পাওয়া যায়নি। ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করেন ওই নাবালিকার পরিবারের সদস্যরা। থানায় অভিযোগ জানানোর পর ঘটনার তদন্তে নেমে পুলিশ সুলতানপুরের রুবি খাতুন এর বাড়ি চিলেকোটা থেকে নাবালিকার মৃতদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে এই ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তে এলাকার সাধারণ মানুষজন বিক্ষোভ শুরু করে। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়। স্থানীয় ও পরিবারের সদস্যদের অভিযোগ,ওই নাবালিকাকে রুবি খাতুন এর ছেলে ধর্ষণ করে খুন করেছে। এই ঘটনায় অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযুক্ত রুবি খাতুন ও তার ছেলে ও স্বামীকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী।
রাজ্যMURDER: ১০ বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, এলাকায় তীব্র চাঞ্চল্য