Top NewsEXCLUSIVE: ছবি-গানে ভোটের সচেতনতার বার্তা পিংলার পট শিল্পীদের!

EXCLUSIVE: ছবি-গানে ভোটের সচেতনতার বার্তা পিংলার পট শিল্পীদের!

ইন্দ্রজিৎ সাহু: ছবি-গানে ভোটের সচেতনতার সাড়া ফেলেছেন পশ্চিম মেদিনীপুর পিংলা ব্লকের নয়া গ্রামের পটশিল্পীরা। থাকছে পটের গানও। পট-ছবিতেই উঠে আসছে ভোটের কথা। গানের সুরে বার্তা, ‘সকলে ভোট দিলে পরে, দেশের ভবিষ্যত্‌ বাড়বে ওরে, সবাই মিলে হও গো সচেতন।’ 

একজন নাগরিকের কাছে ভোটের গুরুত্ব কতটা, গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে তা কতটা মূল্যবান এ সমস্ত কথাই তুলে ধরেছেন পিংলার নয়ার পট শিল্পীরা। তাতে সুর দিয়েছেন বাহাদুর চিত্রকর গানও গেয়েছেন তিনি। গানে গলা মিলিয়েছেন পরিবারের বাহারজান চিত্রকর,জবা চিত্রকর, রুপসোনা চিত্রকর। তাতে গণতন্ত্রের উৎসবে যোগদানের নানা কথা বলা হয়েছে। 

যেমন “নির্বাচন কমিশন বলে সদা সর্বক্ষণ গণতান্ত্রিক অধিকারের সামিল হও এখন।” কোথাও বলা হয়েছে, “মগজাস্ত্রে দিয়ে শান সপরিবারে ভোটদান। দেশ গড়ার কাজে তুমি সেরা একজন।” আবার কোথাও বলা হয়েছে, “ভোটার কার্ড যদি না রয় নাই কোন সংশয়। পটশিল্পীদের মধ্যে ভোট সচেতনতার এটি প্রশংসনীয় শিল্প কাজ।

ছন্দবদ্ধ কথা, সুর, লয়ে মানুষকে আকৃষ্ট করা যায়। সেই সুরতালের পরতে পরতে ভোটের গুরুত্বপূর্ণ কথাগুলিও তাদের কাছে খুব সহজে গ্রহণযোগ্য করে তোলা যায়। সেই কাজটি করে দেখিয়েছেন বাহাদুর চিত্রকর, রুপসোনা চিত্রকর, বাহারজান চিত্রকর, জবা চিত্রকর সহ অন্যান্য পট শিল্পীরা।