Top NewsDilip Ghosh: রাজনীতি করতে না পারলে গরু চরাও, দলীয় কর্মীদের তিরস্কার দিলীপ...

Dilip Ghosh: রাজনীতি করতে না পারলে গরু চরাও, দলীয় কর্মীদের তিরস্কার দিলীপ ঘোষের

নিজস্ব প্রতিনিধি: একই জায়গায় বারবার কর্মসূচি কেন? দলীয় কর্মীদের তীব্র তিরস্কার দিলীপ ঘোষের। প্রচারে বেরিয়ে কর্মীদের উপর বেজায় চটলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তিনি দলীয় কর্মীদের প্রতি ক্ষোভ উগরে দিয়ে বলেন, “এক মাসেই ওদের দম বেরিয়ে যাচ্ছে!” চা চক্রে যোগ দিয়েও ক্ষোভ কমেনি তাঁর। মেজাজ হারিয়ে তিনি বলেন, “রাজনীতি করতে না পারলে গরু চরাও।” দিলীপের পাশে বসে ছিলেন বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘড়ই ও জেলার সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। গতকাল প্রাতঃভ্রমণের জন্য বেছে নেওয়া হয়েছিল দুর্গাপুরের সগড়ভাঙা এলাকাকে। তা নিয়েই বেজায় চটেন দিলীপ ঘোষ। কেন রোজ রোজ একই জায়গায় কর্মসূচি, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। দিলীপের কথায়, “ওদের মাথা কাজ করছে না। চাপ নিতে পারছে না।” তিনি আরও বলেন, “জেলার তৈরি করা কর্মসূচিই ফলো করি আমি। কিন্তু কর্মীদের একমাস পরিশ্রম করতেই দম বেরিয়ে যাচ্ছে। নির্বাচন সামনে চলে আসছে। আমি চারিদিকে ঘুরে ঘুরে প্রচার করছি। কিন্তু একই জায়গায় বারবার কর্মসূচির তালিকা কে তৈরি করছে বুঝতে পারছি না।”