নিজস্ব সংবাদদাতা: গত কয়েকদিনের গরমে পুড়ছিল দক্ষিণবঙ্গের জনজীবন। অতিরিক্ত গরমে বিপর্যস্ত হয়ে পড়েছিল সাধারণ মানুষ। অবশেষে বৃহস্পতিবার দুপুর ১:৩০ টা থেকে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে নেমেছে বৃষ্টি।
ভ্যাপসা গরমের পর স্বস্তি নেমে এসেছে জেলার সর্বত্র। জানা গেছে, দুপুর ১:৩০ টা থেকে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা, ঘাটাল, ডেবরা, পিংলা, সবং, খড়গপুর, নারায়ণগড় সহ একাধিক এলাকায় বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত শুরু হয়। গত কয়েকদিনে স্বাভাবিকের থেকে তাপমাত্রা বেড়েছিল কয়েকগুণ।
এতে হাঁসফাঁস করছিল মানুষ। তবে আগামী দু-একদিনের মধ্যে তাপমাত্রা স্বাভাবিক হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এদিকে দুপুরে হঠাৎ ঝড়ো হাওয়া তার সঙ্গে বজ্রপাত নেমে এলে শুরু হয় বৃষ্টি। হঠাৎ ঝড়ের পর বৃষ্টিতে এদিক ওদিক ছুটতে দেখা যায় পথ চারীদের।
সবাই খুঁজতে থাকেন আশ্রয়। কেউ ফুটপাতের স্টল দোকানপাট মিনিট খানেকের মধ্যেই উপচে পড়ে লোকজনে। তবে সবার মুখেই যেন স্বস্তির ছায়া। গরমে হাঁপিয়ে ওঠা বৃষ্টিতে স্বস্তি হাসি ফুটেছে সাধারণ মানুষের মুখে।