Top NewsDeath by electrocution: সবংয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ব্যক্তির, শোকের ছায়া পরিবারে

Death by electrocution: সবংয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ব্যক্তির, শোকের ছায়া পরিবারে

নিজস্ব প্রতিনিধি: বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার অন্তর্গত ঘোষ বিষ্ণুপুর গ্রামে। মৃত ব্যক্তির নাম ননী গোপাল দাস অধিকারী (৪৫) বলে পুলিশ সূত্রে জানা গেছে। ওই ব্যক্তির অকাল মৃত্যুতে পরিবার পরিজনদের পাশাপাশি এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে ননী গোপাল দাস অধিকারী নামে ওই ব্যক্তি বাড়িতে জলের পাম্প চালাতে যায়। সে সময় হঠাৎ করে বিদ্যুতের শক লেগে মাটিতে ছিটকে পড়লে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যান। পরিবারের লোকেরা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে সবং গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

এদিকে এই ঘটনার খবর পেয়ে সবং থানার পুলিশ ননীগোপাল দাস অধিকারীর মৃতদেহ উদ্ধার করেছে। আগামীকাল মৃতদেহ ময়না তদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হবে বলে জানা গিয়েছে।গোটা ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।