নিজস্ব প্রতিনিধি: প্রথম ভারতীয় মহিলা শুটার হিসেবে পদক জয় মনুর। ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ মনু ভাকেরের। ১২ বছর পর অলিম্পিক্সে শুটিংয়ে পদক জিতল ভারত। ফাইনালে মনু ভাকেরের স্কোর ২২১.৭ পয়েন্ট। অল্পের জন্য রুপো হাতছাড়া
Top NewsSports news: প্রথম ভারতীয় মহিলা শুটার হিসেবে পদক জয় মনুর