Top Newsসবংয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল যুবকের, শোকের ছায়া পরিবারে

সবংয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল যুবকের, শোকের ছায়া পরিবারে

নিজস্ব প্রতিনিধি: বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার রাত ১০:৩০ নাগাদ সবং ব্লকের বিষ্ণুপুর অঞ্চলে। মৃত যুবকের নাম সুরজিৎ সাহু বয়স ২২ বলে পুলিশ সূত্রে জানা গেছে। তরতাজা যুবকের অকাল মৃত্যুতে পরিবার পরিজনদের পাশাপাশি এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে,বিষ্ণুপুর অঞ্চলের  বিষ্ণুপুর বাজার এলাকায় বাড়ি ওই যুবকের। বাড়ির গৃহ প্রবেশ ছিল। গতকাল রাতে ওই যুবক বাড়ির ছাদে উঠতে গিয়ে টাগোনো তারে হাতে শক লেগে ছিটকে পড়লে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যান। কিছুক্ষণ পর পরিবারের লোকেরা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে সবং গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

পরবর্তীতে এই খবর পেয়ে সবং থানার পুলিশ সুরজিৎ সাহুর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে বলে জানা গিয়েছে। গোটা ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।