SBN NEWS: মধুচক্রে হানা। কাঁথির একটি গেস্ট হাউসে অভিযান চালিয়ে তিন নাবালিকাকে উদ্ধারের পাশাপাশি চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে, কাঁথির খাগড়াবনি এলাকায় একটি গেস্ট হাউসের দীর্ঘদিন ধরে মধুচক্রের আসর চলত বলে অভিযোগ। ফলে সেখানে এলাকার যুবকদেরও আনাগোনার পাশাপাশি বিভিন্ন স্কুলছাত্রীদেরও আসা যাওয়া ছিল বলে দাবী স্থানীয়দের। টাকার বিনিময়ে ঘর ভাড়া দেওয়া হত। এমন অভিযোগ পেয়ে পুলিশ অভিযান চালায়।
গোটা বাড়িটি ঘিরে ফেলে। পুলিশ বাড়িটি থেকে তিনজন নাবালিকাকে উদ্ধার করে। পাশাপাশি একাধিক জিনিসপত্রও বাজেয়াপ্ত করা হয় সেখান থেকে। গেস্ট হাউসের মালিক-সহ চারজন গ্রেপ্তার করা হয়। অভিযুক্তদের তিন জন বিপুল জানা, গুড্ডু বারিক এবং মঞ্জুর আলি। তারা কাঁথির কানাইচট্ট গ্রামের, জগন্নাথপুর গ্রামের এবং খাগড়াবনি গ্রামের বাসিন্দা। গ্রেপ্তার নাবালক এক স্কুল ছাত্র। এমনটাই দাবি পুলিশের। এদিকে, এই ঘটনা সামনে আসার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃতদের কাঁথি মহাকুমা আদালতে তোলা হলে বিচারক বাড়ির মালিকের জামিন নাকচ করে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
এছাড়াও বাকি ধৃত দুজনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ধৃত নাবালককে তমলুকের জুভেনাইল আদালতে পাঠানো হয়। তবে উদ্ধার হওয়া নাবালিকাদের হোমে পাঠানোরও নির্দেশ দিয়েছেন বিচারক। এই ঘটনায় কাঁথি থানার আইসি প্রদীপ কুমার দান বলেন, “পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার সঙ্গে আর কারা যুক্ত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।”