নিজস্ব সংবাদদাতা, কালনা: সরকারি চাকরি দেওয়ার নাম করে এক ব্যক্তির কাছ থেকে কয়েক লক্ষ টাকা নেওয়ার অভিযোগে পূর্বস্থলী থানার পুলিশ গ্রেপ্তার করল এক প্রতারককে। ধৃতের নাম ভীষ্মদেব রায়। তার বাড়ি পূর্বস্থলী থানার পাটুলি নতুনপাড়া এলাকায়। ধৃতকে বুধবার কালনা আদালতে তোলা হলে বিচারক ৫ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পূর্বস্থলী ২ ব্লকের বাসিন্দা নিরঞ্জন বিশ্বাস নামের এক ব্যক্তির ছেলেকে বনদপ্তরে সরকারি চাকরি করে দেবে বলে কয়েক বছর আগে প্রতিশ্রুতি দেয় স্থানীয় পাটুলি নতুনপাড়া এলাকার ভীষ্মদেব রায়। ২০১৭ সালে এই প্রতিশ্রুতি দেওয়ার পর তিনি নিরঞ্জন বিশ্বাসের কাছ থেকে প্রায় ৪ লক্ষ টাকা নেন বলেও অভিযোগ। তারপর দিন, মাস ও বেশ কয়েক বছর কেটে গেলেও চাকরি তো হয়নি, সেই টাকাও তিনি ফেরত দেননি। এরপরেই নিরঞ্জনবাবু পূর্বস্থলী থানা পুলিশের দ্বারস্থ হন। ঘটনার তদন্তে নেমে পুলিশ। অভিযুক্তকে গ্রেপ্তার করে।
Top Newsসরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার ১