Top Newsপশ্চিম মেদিনীপুর জেলায় শুরু হল বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড়-বৃষ্টি

পশ্চিম মেদিনীপুর জেলায় শুরু হল বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড়-বৃষ্টি

নিজস্ব সংবাদদাতা: ভয়াবহ বন্যা পরিস্থিতি রাজ্যের একাধিক জেলায়। এই পরিস্থিতিতে আবারও দুর্যোগ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী,আজ সোমবার দুপুর থেকে পশ্চিম মেদিনীপুর জেলার সবং, পিংলা, ডেবরা, নারায়ণগড় সহ একাধিক এলাকায় শুরু হলো বজ্র বিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টি।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, জোড়া ঘূর্ণাবর্তের জেরে বঙ্গোপসাগরে নিম্নচাপের তৈরি হবে। সোমবারে এই নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের দশটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কার রয়েছে। এই জেলাগুলিতে জারি রয়েছে হলুদ সতর্কবার্তা।

দক্ষিণবঙ্গের মধ্যে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে কলকাতাতেও।