নিজস্ব প্রতিনিধি: তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার বিজয়া সম্মিলনী উঠে এল ঘাটাল মাস্টার প্ল্যান। মঙ্গলবার ঘাটাল শহরের বসন্তকুমারী বালিকা বিদ্যালয়ে আয়োজিত জেলা সংগঠনের বিজয়া সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের সেচ মন্ত্রী মানুস ভূঁইয়া, মন্ত্রী শিউলি সাহা, প্রাক্তন মন্ত্রী বিধায়ক হুমায়ন কবীর, বিধায়ক মমতা ভূঁইয়া, অরূপ ধাড়া, ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি আশিস হুতাইত, চেয়ারম্যান রাধাকান্ত মাইতি, প্রাক্তন বিধায়ক তথা জেলা পরিষদ সদস্য শংকর দোলই-সহ সমস্ত জেলা পরিষদ সদস্য, ব্লক তৃণমূল সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চায়েত প্রধান-সহ তৃণমূল কর্মী- সমর্থকরা।
বিজয়া সম্মেলনের মূল বক্তা মন্ত্রী মানস ভুঁইয়া ঘাটাল মাস্টার প্ল্যানের প্রসঙ্গ তুলে বলেন, “রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যয় আছেন বলে ডিভিসি রাজ্য সরকারকে না জানিয়ে পাঁচ লক্ষ কিউসেক জল ছেড়েছিল। তার ফলেই ঘাটলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছিল। ঘাটালকে বাঁচাতে হলে ঘাটাল মাস্টার প্ল্যান চাই। কেন্দ্র সরকারের সহযোগিতা ছাড়াই আমাদের মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করে দিয়েছেন ঘাটাল মাস্টার প্ল্যান হবেই। তার জন্য টাকাও বরাদ্দ করে দিয়েছেন। আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জানিয়ে দিয়েছেন ঘাটাল মাস্টার প্ল্যান হচ্ছেই। আগামী বছরের গোড়ায় মাস্টার প্ল্যানের কাজ শুরু হচ্ছেই।”
সেচমন্ত্রী বলেন, “আমাদের দলের ল সবাইকে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য এন, মাঠে নামতে হবে। ঘাটাল মাস্টার তুন প্ল্যানের জন্য জমি চাই। সেই জমির না জন্য জমিদাতাদের কাছে গিয়ে হাত ল জোড় করে বলতে হবে আপনারা লে জমি দিন। ঘাটাল মাস্টার প্ল্যান হবে। ঘাটাল শহরে শীলাবতী নদী বাঁধে ও তার বাঁধের লাগোয়া অনেক ঘরবাড়ি হয়ে এর রয়েছে। তাঁদের কাছে গিয়ে বলুন স্ত্রী আপনারা দয়া করে সরে যান, ঘাটাল এল মাস্টার প্ল্যান হবেই। আপনারা জমি না দিলে সরে না গেলে ঘাটাল মাস্টার।প্ল্যান হবে কী করে?”
মানসবাবু দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, “বছর বছর বন্যা হয়ে ঘাটাল, দাসপুর, কেশপুর, সবং, পিংলা, পাঁশকুড়া, খানাকুল, আরামবাগ এলাকের মানুষ দুর্দশার কবলে পড়েন। তাই ঘাটাল মাস্টার প্ল্যান চাই-ই। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য দলের সমস্ত নেতা-কর্মীকে মাঠে নামতে হবে। মানুষকে বোঝাতে হবে। যাতে বিরোধীরা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কুৎসা করতে না পারে তার দায়িত্ব নিতে হবে আপনাদের। এখন থেকেই নেমে পড়ুন।” তিনি জেলা সভাপতি আশিস হুতাইতের উদ্দেশ্যে বলেন, “ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে প্রচারের জন্য একটি সমন্বয় কমিটি গঠন করুন। বলুন জমি দাও, ঘাটাল মাস্টার প্ল্যান নাও।” উল্লেখ্য, এদিনের বিজয়া সম্মিলনীতে অনুপস্থিত ছিলেন প্রবীণ তৃণমূল নেতা পিংলার বিধায়ক অজিত মাইতি। প্রায় চার হাজারের বেশি তৃণমূল নেতা কর্মী উপস্থিত হয়েছিলেন বলে জানান জেলা সভাপতি আশিস হুতাইত।