Top NewsBike accident: গভীর রাতে বাইক দুর্ঘটনায় মৃত্যু যুবকের, সবং এলাকায় চাঞ্চল্য

Bike accident: গভীর রাতে বাইক দুর্ঘটনায় মৃত্যু যুবকের, সবং এলাকায় চাঞ্চল্য

SQUARE BY NEWS: গভীর রাতে ফাঁকা রাস্তায় দুরন্ত গতিতে বাইক (Bike) ছোটাচ্ছিলেন যুবক। আর সেই গতির জোরেই নেমে এল চরম বিপদ। সবংয়ে বাইক দুর্ঘটনায় মৃত্যু (Death) হল এক যুবকের। মৃত যুবকের নাম হেমন্ত হাজরা। বাড়ি কুন্ডলপাল এলাকায়। বয়স ৩৫ বছর।
জানা যাচ্ছে, বৃহস্পতিবার মধ্যরাতে দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার অন্তর্গত হরিরহাট এলাকায়। তখন বাজে প্রায় রাত ১২:৩০ টা ওই যুবক একাই বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন। তেমাথানি থেকে সবং যাওয়ার সময় হরিরহাট এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের পিছনে সজরে ধাক্কা মারে। ঘটনায় বাইক থেকে ছিটকে পড়ে যায় ওই যুবক। খবর পেয়ে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি তাকে উদ্ধার করে সবং গ্রামীণ হাসপাতালে ভর্তি করলে। সেখানে কর্মরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।
এদিকে এই ঘটনার খবর পেয়ে সবং থানার পুলিশ যুবকের মৃত উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হবে বলে জানা গিয়েছে। অতিরিক্ত গতির কারণে পথ দুর্ঘটনা  মৃত্যু নতুন নয়। সরকার, পুলিশের তরফে বার বার পথ সচেতনতায় প্রচার করা হলেও দুর্ঘটনা রোখা যাচ্ছে না কিছুতেই। সবং এলাকায় একাধিক রাজ্য সড়কে সম্প্রতি অনেক সময়েই এমন দুর্ঘটনা ঘটেছে। রাজ্য সরকারের ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’-এর প্রচার লাগাতার চলছে। কিন্তু ফাঁকা রাস্তায় গাড়ির বেপরোয়া গতি চলছেই। যার জেরে প্রাণহানিও ঘটছে। রাতে দ্রুত গতিতে বাইক চালিয়ে মৃত্যুর ঘটনা যুক্ত হল সেই তালিকায়।