Top NewsBREAKING: মদ্যপ অবস্থায় বাড়িতে গিয়ে তান্ডব ছেলের! প্রতিবাদ করায় বেধড়ক ...

BREAKING: মদ্যপ অবস্থায় বাড়িতে গিয়ে তান্ডব ছেলের! প্রতিবাদ করায় বেধড়ক ‘মারধর’, বাদ গেল না বাবা-মা, সবং এলাকায় চাঞ্চল্য

নিজস্ব সংবাদদাতাঃ মদ্যপ ছেলের হাতে আক্রান্ত বৃদ্ধ বাবা-মা ও পরিবারের সদস্যরা। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের দশগ্রাম অঞ্চলের সতীশচন্দ্র বুথের হরিজনপল্লী এলাকায়। ঘটনায় গুরুতর জখম হয়েছেন বৃদ্ধ মা-বাবা ও পরিবারের সদস্যরা। আহতদের সবং গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় ছেলের শাস্তির আবেদন জানিয়েছেন বাবা-মা। ঘটনায় জখম হয়েছেন তিনজন। আহতদের নাম সুশান্ত ঘোড়াই-লালী ঘোড়াই ও আত্মীয় বরুন সামার্ট। জানা গিয়েছে, সুশান্ত ঘোড়াই এর ছেলে বিষ্ণুপদ ঘোড়াই পেশায় একজন দিনমজুর। অভিযোগ প্রতিদিন মত্ত অবস্থায় বাড়ি ফেরেন। গতকাল রবিবার মদ খেয়ে বাড়ি ফেরে বিষ্ণুপদ। তারপর পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। তারই প্রতিবাদ করেছিলেন তাঁরা। আর তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে বিষ্ণুপদ।তারপরেই বৃদ্ধ বাবার উপর চড়াও হয়। অভিযোগ, বাঁশ ও ধারালো অস্ত্র দিয়ে মারতে থাকেন বাবাকে। বাধা দিতে গিয়ে আক্রান্ত হন মা লালী ও জামাই বরুন সামার্ট। মেরে ভেঙে দেয় বাবার হাত। বৃদ্ধ দম্পতির চিৎকারে গ্রামবাসীরা ছুটে আসে। বেগতিক বুঝে তখন এলাকা থেকে পালিয়ে যান বিষ্ণুপদ। তারপর স্থানীয় এলাকাবাসী ও পুলিশের সহযোগিতায় রবিবার আহতদের সবং গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ছেলের উপযুক্ত শাস্তির আবেদন জানিয়েছেন বাবা, মা। তবে অভিযুক্ত বিষ্ণুপদ ঘোষ এখনও পলাতক। এই ঘটনা এখনো পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে জানা গিয়েছে। মৌখিকভাবে অভিযোগ জানানো হয়েছে।
এই ব্যাপারে অভিযুক্ত যুবকের মা লালী ঘোড়াই জানিয়েছে, প্রতিনিয়ত ছেলে এলাকার চোলাই ভাটিতে মদ খেয়ে আসে। রবিবারও চোলাই মদের ভাটিতে মদ্যপান করে বাড়ি আসে। তারপর বাড়িতে সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। প্রতিবাদ করলে বাবাকে বেধড়ক মারধর করে। ছাড়াতে গেলে ধারালে অস্ত্র দিয়ে মাকে আঘাত করে। তারপর পরিবারের অন্যান্য সদস্যদের মারধর করে। লালী দেবীর অভিযোগ এলাকায় একাধিক চোলাই মদের ভাটি থাকার কারণে এই সব ঘটনা ঘটছে। বারবার আবগারি দপ্তরকে জানানোর পরেও কোন সূরাহা হয়নি। ঘটনায় আবগারি দপ্তরে ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন?