Top NewsBREAKING: বেলদায় জাতীয় সড়কের পাশ থেকে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার, মৃত্যুর...

BREAKING: বেলদায় জাতীয় সড়কের পাশ থেকে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

নিজস্ব সংবাদদাতা: শুক্রবার অর্থাৎ আজ ৩ মে সকালে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার অন্তর্গত নেকুড়সেনি ৬০ নং জাতীয় সড়কের পাশ থেকে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে বেলদা থানার পুলিশ। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মৃত ব্যক্তির নাম সুভাষ দাস। বয়স ৪০ বছর। তিনি পেশায় ইলেকট্রিক মিস্ত্রি এর পাশাপাশি নেকুড়সেনি স্টেশনে নাইট গার্ডের কাজ করতেন। যেখানে তার দেহ উদ্ধার হয়, সেই এলাকা থেকে সামান্য দূরে ওই ব্যাক্তির বাড়ি। মৃতদেহের মাথায় ক্ষতচিহ্ন ও রক্ত দেখেন এলাকার সাধারণ মানুষ। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে ঘটনাস্থলে উপস্থিত হয় কৌতুহলী মানুষজন। 

পরবর্তীতে এই খবর পেয়ে পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। আজ মৃতদেহ ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হবে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। খুন ? নাকি এর পেছনে রয়েছে অন্য কোন কারণ ? তা ময়নাতদন্তের ফল এলে তবেই নিশ্চিত ভাবে বলা যাবে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।