Top NewsGhatal: বন্যার জলে স্নান করতে নেমে মৃত্যু হল এক শিশুর Ghatal: বন্যার জলে স্নান করতে নেমে মৃত্যু হল এক শিশুর
নিজস্ব সংবাদদাতাঃ বৃষ্টি কমেছে। তবে এখনও জল নামেনি বন্যার। প্রশাসনের তরফে বারবার বলা হয়েছে সুরক্ষাবিধি বজায় রাখতে। কিন্তু তারই মধ্যে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। বন্যার জলে স্নান করতে নেমে মৃত্যু হল এক শিশুর। শনিবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের দেওয়ানচক ১ অঞ্চলের কোতুলপুর এলাকায়। মৃত শিশুর নাম সুলতানা খাতুন। বাড়ি কোতুলপুর এলাকায়। সুলতানা রঘুনাথপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে স্কুল যাওয়ার আগে মাকে নিয়ে বাড়ির সামনে বন্যার জলে স্নান করতে যায় সুলতানা। জানা যায়, মায়ের অলক্ষ্যে বন্যার জলে স্নান করার সময় হঠাৎই তলিয়ে যায় সুলতানা। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করার পর শিশুটিকে উদ্ধার করে ঘাটাল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্মরত চিকিৎসা করা থাকে মৃত ঘোষণা করে।
এদিকে এই ঘটনার খবর পেয়ে ঘাটাল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই শিশুর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে বলে জানা গিয়েছে। পুরো ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।