Top NewsSabang News: বাড়ির পিছনে ডোবায় মুখ ডুবিয়ে পড়েছিল এক মাস দশ দিনের...

Sabang News: বাড়ির পিছনে ডোবায় মুখ ডুবিয়ে পড়েছিল এক মাস দশ দিনের সদ্যোজাত! মা যা করছিলেন, দেখেই স্তম্ভিত পড়শিরা

নিজস্ব প্রতিনিধিঃ বাড়ির পাশে ডোবা থেকে উদ্ধার হল একটি একমাস দশদিনের সদ্যজাত সন্তানের দেহ৷ চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের দশগ্রাম অঞ্চলের রামচক এলাকায়। শিশুটি নিখোঁজ ছিল বলে দাবি পরিবারের। তবে এখনো পর্যন্ত সবং থানায় কোন লিখিত অভিযোগ দায়ের হয়নি। জানা গিয়েছে, দশগ্রাম অঞ্চলের রামচক এলাকায় একটি ডোবা থেকে একটি সদ্যোজাত পুত্র সন্তানের দেহ উদ্ধার করেছে পুলিশ। খবরটি সামনে আসতেই, এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এমনকি ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন প্রশ্নের উত্তর শুরু করেছে। কেউ কেউ আবার খুন করা হয়েছে বলে দাবি করছেন। পুলিশের তরফে জানানো হয়েছে, গতকাল অর্থাৎ বুধবার দশগ্রাম অঞ্চলের রামচক এলাকায় থেকে একটি সদ্যোজাত শিশু নিখোঁজ হয় বলে জানান তার পরিবারের সদস্যরা। তারপরে পরিবারের লোকজন এলাকায় খোঁজ খবর শুরু করে। বেশ কিছুক্ষণ পর বাড়ির কাছে একটি ডোবাতে সদ্যোজাত সন্তানকে জলে ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তারপরেই তারা বিষয়টি এড়িয়ে যায়। পরবর্তীতে পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে, শেষকৃত্যকে অন্ত্যেষ্টি বা সৎকার করে। এদিকে এই ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তে। ঘটনাস্থলে সবং থানার পুলিশ পৌঁছায়। তারপর ওই সদ্যোজাত দেহ কবর খুঁড়ে উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠায় সবং থানার পুলিশ। এই ঘটনায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করে গঠনের তদন্ত শুরু করেছে। খুন নাকি এর পিছনে রয়েছে অন্য কোন কারণ? তার তদন্ত শুরু করেছে সবং থানার উচ্চপদস্থ আধিকারিকরা।