নিজস্ব সংবাদদাতা: পারিবারিক অশান্তির জের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার দেভোগ অঞ্চলের আন্দুলিয়া গ্রামে। মৃতের নাম সুরজিৎ মাইতি। বয়স ৩১ বছর। বাড়ি উচুডিহা গ্রামে। সূত্রে জানা গিয়েছে,মৃত ওই যুবক স্থানীয় একটি স্কুলে কম্পিউটার বিভাগের শিক্ষক ছিলেন। গতকাল বুধবার রাতে বাড়িতে আত্মীয়স্বজন আসেন। রাতে পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়াঝাঁটি হয়। তারপর খাওয়া দাওয়া শেষে পরিবারের সদস্য ও ওই যুবক নিজের ঘরে ঘুমিয়ে পড়ে। ভোররাতে বাড়ি থেকে কিছুটা দূরে একটি নতুন পাকা বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় ওই যুবক। সকালে এলাকার বাসিন্দারা ওই যুবককে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ভিড় জমায় কৌতুহলী মানুষজন। পরবর্তীতে ঘটনার খবর পেয়ে সবং থানার পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। শুধুই কি পারিবারিক বিবাদ ? নাকি এর পিছনে রয়েছে কোন কারণ! তা জানতে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।