SBN NEWS: বাড়িতে ছেলে না থাকার সুযোগে, ঘরে ঢুকে ঘুমন্ত বউমাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল শ্বশুরের বিরুদ্ধে। শনিবার সকালের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির ভদ্রেশ্বর পালপাড়ায়। অভিযুক্ত শ্বশুর হেমাংশু মিত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযোগ, ছেলের বউ ঘুমিয়ে থাকা অবস্থায় সারা বাড়ির সমস্ত দরজা বন্ধ করে ধারালো অস্ত্র দিয়ে পুত্রবধূকে পরপর কোপ মারেন তিনি। বধূর চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। রক্তাক্ত অবস্থায় তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বধূর নাম মিঠু মিত্র। বয়স আনুমানিক ৩০। ঘটনার সময় তরুণী নিজের ১০ বছরের মেয়েকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। স্বামী নীলাংশু বাজারে গিয়েছিলেন। অভিযোগ, সেই সময় নীলাংশুর বাবা বাড়ির সব দরজা বন্ধ করে ছেলের ঘরে গিয়ে মিঠুকে কোপাতে থাকেন। মায়ের চিৎকার শুনে হেমাংশুবাবুর নাতনি জেগে উঠে বাধা দিলেও লাভ হয়নি।
তার কান্নার শব্দ শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। ঘরের দরজা ভেঙে মিঠুকে উদ্ধার করা হয়। খবর যায় ভদ্রেশ্বর থানায়। পুলিশ হেমাংশুকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে। এক প্রতিবেশী বলেন, “আগে থেকে দরজা বন্ধ করে বধূকে কোপানো হয়। বাচ্চা মেয়ের কান্না শুনে আমরা ছুটে আসি। হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা মিঠুকে বলে জানায়। দোষীর কঠোরতম শাস্তি চাই।”
হঠাৎ কী কারণে শ্বশুর বউমাকে খুন করতে গেলেন, তা নিয়ে দেখা দিয়েছে তীব্র ধোঁয়াশা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বউমার সঙ্গে শ্বশুরের বনিবনা না থাকলেও বিশেষ কোনও ঝামেলাও ছিল না। আগের দিন রাতেও কোনও ঝামেলা হয়েছে বলে প্রতিবেশীরা জানেন না। তার পরও কী কারণে খুন, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।