Top NewsDantan News: বিদ্যালয়ের ছাত্রীদের উত্যক্ত করার পর দোকানে ঢুকে এয়ারগান দেখিয়ে...

Dantan News: বিদ্যালয়ের ছাত্রীদের উত্যক্ত করার পর দোকানে ঢুকে এয়ারগান দেখিয়ে উৎপাত! আটক ২ নাবালক

SBN Digital: এলাকায় একটি বিদ্যালয়ের ছাত্রীদের উত্যক্ত করার পর একটি দোকানে ঢুকে একটি এয়ারগান দেখিয়ে উৎপাত করার ঘটনায় দাঁতন থানার পুলিশ দুই নাবালককে আটক করেছে। তারসাথে একটি বাইক ও একটি এয়ারগান আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে দুই নম্বর ব্লকের তুরকা গ্ৰাম পঞ্চায়েতের রসুলপুর এলাকায়। আটক দুজনের বাড়ি দাঁতন দুই নম্বর ব্লকের সাবরা এলাকায়। ইতোমধ্যে এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি SBN Digital! জানা গিয়েছে শুক্রবার দুপুরে তিনজন একটি বাইকে চেপে এসে প্রথমে তুরকা গ্ৰাম পঞ্চায়েতের রসুলপুর হাই স্কুলের ছাত্রীদের উত্যক্ত করতে শুরু করে। ভয় পেয়ে ছত্রীরা পাশে পুরুন্দা প্রাথমিক বিদ্যালয়ে ঢুকে পড়ে। তারপর এই তিনজন বাইক চালিয়ে রসুলপুর চৌরঙ্গী মোড়ে পৌঁছায়। সেখানে একটি দোকান থেকে দেশলাই কিনতে চায়। তখন মহিলা দোকান মালিক বলেন দোকান বন্ধ। বিকালে খুলবে। এই কথা শোনার পরও মহিলা দোকান মালিকের উপর চাপ দিতে থাকে নতুন দেশলাই দেওয়ার জন্য। কিন্তু পাত্তা না দেওয়ায় তখন তিনজন দোকানের দরজায় লাথি মারতে শুরু করে। তখন মহিলার পরিবারের লোকজন পৌঁছে গেলে তিনজনের মধ্যে একজন হঠাৎ করে এয়ারগান বের করে মহিলার মাথায় ঠেকিয়ে ভয় দেখায় প্রাণে মেরে ফেলা হবে বলে। তখনই এলাকায় উত্তেজনা তৈরি হয়। উত্তেজিত মানুষ দুজনকে দোকানের সামনে বেঁধে বেধরক মারধর করে। বাকি একজন বাইকটি নিয়ে পালায়। এদিকে খবর পেয়ে দাঁতন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দুজনকে আটক করে থানায় নিয়ে যায়। এই ব্যাপারে জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তারসাথে একটি এয়ারগান ও বাইক আটক করা হয়েছে। তবে এইদিন রাত পর্যন্ত থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি।