নিজস্ব প্রতিবেদক: মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের এক কর্মীকে ঘুষ দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করলো কোতোয়ালি থানার পুলিশ। ধৃতকে শুক্রবার তোলা হয় মেদিনীপুর আদালতে। ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। হাসপাতাল ও পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি হাসপাতালে স্টোর কিপার পদে ছিলেন। মাস খানেক আগেই হাসপাতালের এক আধিকারিককে ৩ লক্ষ ২০ হাজার টাকা দিতে গিয়েছিল। সেই সময় কোতোয়ালি থানায় অভিযোগ জানিয়েছিলেন ওই আধিকারিক। সেই ঘটনার পর ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয় ওই ব্যক্তিকে। আবার বৃহস্পতিবার অন্য আরেক অফিসারকে প্রায় ৪ লক্ষ টাকা দিতে গিয়েছিল। সেই সময় প্রতিবাদ জানায় ওই আধিকারিক। তারপরেই থানায় খবর দেওয়া হয়। পুলিশ গ্রেপ্তার করে ওই ব্যক্তিকে। দুদফায় ৭ লক্ষ ২০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। হাসপাতালের ওই আধিকারিক জানান, জানি না কেন সে টাকা দিতে এসেছিল। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। সিসি ক্যামেরা ফুটেজ দেখানো হয়েছে পুলিশকে। বিষয়টি তদন্ত করে দেখবেন।