নিজস্ব সংবাদদাতা: সিপিআইএমের দলীয় কার্যালয়ে ভাঙচুর ও পতাকা পুড়িয়ে ফেলার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার গভীর রাতে এই ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি ব্লকের দুধে বুথ এলাকায়। বুধবার সকালে এ ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সিপিআইএমের অভিযোগ, এলাকায় অশান্তি ছড়াতে তৃণমূল এই ঘটনা ঘটিয়েছে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করা হয়েছে।
অভিযোগ, কেশিয়াড়ির দুধে বুথ এলাকার হাতিগেড়িয়া এরিয়া কমিটির তৃতীয় সম্মেলন গতকাল মঙ্গলবার ছিল। সম্মেলন শেষ হওয়ার পর সিপিআইএম কর্মীরা বাড়ি ফিরে চলে যায়। গভীর রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সম্মেলনের মঞ্চ-পার্টি অফিস ভাঙচুর ও পতাকা পুড়িয়ে দেয়। বুধবার সকালে সিপিআইএমের দলীয় কর্মীদের বিষয়টি নজরে এলে সকাল থেকেই ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার পর ইতিমধ্যে কেশিয়াড়ি থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে।
অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করা হয়েছে। তৃণমূলের দাবি, এই ঘটনার সঙ্গে কেউ জড়িত নয়। সিপিএম চক্রান্ত করে বদনাম করার চেষ্টা করছে। তবে এই বিষয়ে কেশিয়াড়ির বিধায়ক পরেশ মুর্মু বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে জানাচ্ছি। অন্যদিকে মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। এখন সিপিএমের লোক গুলো সব বিজেপিতে ঢুকে গিয়েছে। এটা তাদের আভ্যন্তরীণ লড়াই কিনা সেটা কে বোঝা যাবে? এর পাশাপাশি তিনি আরো জানান গভীর রাতের কাজ শুধুমাত্র সিপিএমের লোকেরাই করতে পারে। সিপিএমের লোকগুলো গিয়ে বিজেপিতে ঢুকেছে ওই লোকগুলোই করে তৃণমূলের ঘাড়ে দোষ চাপাচ্ছে।
BREAKING: কেশিয়াড়িতে সিপিআইএমের দলীয় কার্যালয় ভাঙচুর ও পতাকা পুড়িয়ে ফেলার অভিযোগ, কাঠগড়ায় শাসক দল
