Top Newsবিডিও অফিসের হেড ক্লার্কের ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধার

বিডিও অফিসের হেড ক্লার্কের ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধিঃ বিডিও অফিসের হেড ক্লার্কের ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধার। মঙ্গলবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো কেশিয়াড়ি এলাকায়। মৃতের নাম অভিষেক গাঙ্গুলী। বয়স ৩৮ বছর। বাড়ি মেদিনীপুর জুগনীতলা এলাকায়।জানা গিয়েছে, প্রায় দুই বছর আগে কেশিয়াড়ি ব্লক অফিসে হেড ক্লার্ক হিসেবে যোগদান করেন অভিষেক গাঙ্গুলী। ব্লক অফিসের সামনেই বাড়ি ভাড়া করে থাকতেন। মঙ্গলবার দুপুরে ব্লক অফিস না যাওয়ায় খোঁজখবর শুরু হয়। তারপরেই তার ভাড়া বাড়ি থেকে ক্ষতবিক্ষত মৃত্যু উদ্ধার হয়। মাথা,ঘাড় সহ শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে ওই অফিসারের। ঘটনার খবর পেয়ে ঘটনা চলে পৌছায় কেশিয়াড়ি থানার পুলিশ সহ বেলদা মহকুমা পুলিশ আধিকারিক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কিভাবে মৃত্যু হল তার তদন্ত শুরু করা হয়েছে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।