Top Newsবারুইপুরে বিজেপি বুথ সভাপতিকে পিটিয়ে 'খুন', নেপথ্যে কারা?

বারুইপুরে বিজেপি বুথ সভাপতিকে পিটিয়ে ‘খুন’, নেপথ্যে কারা?

SBN Digital: বারুইপুরে বিজেপির বুথ সভাপতি রাজীব বিশ্বাসকে পিটিয়ে খুনের পর ধামাচাপা দিতে দেহ বাড়িতেই রেখে দিয়েছিল বাবা-ভাই। বিস্ফোরক অভিযোগ করেছে বিজেপি। পরের দিন রাতে রাজীবের দেহ হাসপাতালে নিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল।
বিজেপি কর্মীরা জানতে পেরে বাধা দেয়। বারুইপুর বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোরঞ্জন জোয়ারদার সাংবাদিক বৈঠক করে দাবি করেছেন তৃণমূল পরিকল্পনা করে খুন করেছে রাজীবকে। ৮ অগাস্ট রাতে রাজীবকে খুনের পর বাড়িতেই দেহ রেখে দেওয়া হয়েছিল। এরপর ৯ তারিখ রাতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
রাত্রিবিষয়টি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে বিজেপি। যদিও বারুইপুরের ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের দাবি এর সঙ্গে রাজনীতির যোগ নেই, পারিবারিক বিবাদের কারণে এমন ঘটনা ঘটেছে। কার্যত তৃণমূল কাউন্সিলের দাবিকে মান্যতা দিচ্ছে পুলিশ। রবিবার সাংবাদিক বৈঠক করে বারুইপুরের এসডিপিও অভিষেক রঞ্জনও ঘটনার সঙ্গে রাজনীতির যোগ নেই দাবি করেছেন।
এর আগে শনিবার বিজেপি নেতা শঙ্কদেব পণ্ডা বিজেপির বুথ সভাপতি রাজীব বিশ্বাসকে বাঁশ দিয়ে পিটিয়ে মারার ভিডিও সামনে এনেছিলেন। ইতিমধ্যে মৃত রাজীব বিশ্বাসের বাবা নিতাই বিশ্বাস এবং ছোট ছেলে সন্দীপ বিশ্বাসকে আগেই গ্রেফতার করেছে পুলিশ। বাকি দুই তৃণমূল কর্মীকে গ্রেফতারের দাবি তুলছে বিজেপি।