নিজস্ব প্রতিনিধি: ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবের আশঙ্কা আগামী ১০থেকে ২০ তারিখের মধ্যে খুন হতে পারে কেশপুরে। একটা ষড়যন্ত্র করে বিজেপি প্রার্থী ও বিজেপি দল তাদের দলীয় কর্মীকে খুন করে তৃণমূলের উপর দোষ চাপিয়ে ভোট করানোর চেষ্টা করবে। মঙ্গলবার বিকেলে কেশপুরের মাটিতে দাঁড়িয়ে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেব। দেব বলেন, আমাদের কাছে যা খবর এসেছে এখন পর্যন্ত বিজেপির যিনি প্রার্থী এবং বিজেপি দল যেভাবে ঘাটাল লোকসভা কেন্দ্র জেতার জন্য লেগে পড়ে রয়েছে আমাদের কাছে খবর রয়েছে কেশপুরে তারা কোন একটা ষড়যন্ত্র করে নিজেদের লোককে মেরে তার দোষ আমাদের লোককে দিয়ে এবং একটা অশান্তি সৃষ্টি করে ভোট করানোর চেষ্টা করবে।
ওরা বুঝতে পেরেই গেছে যে জেতার আর কোন রাস্তা নেই। এরকম কথাবার্তা না বলে, এই যে মৃত্যুর রাজনীতি ওরা শুরু করতে চলেছে ১০ থেকে ২০ তারিখের মধ্যে। বড় ষড়যন্ত্র করার প্ল্যান চলছে ওদের বিজেপি প্রার্থী ও দলের। আমি আগে থেকে বলে রাখছি এরকম একটা ঘটনা কেশপুরে ঘটতে চলেছে। আমি কেশপুরে দশ বছর ধরে শান্তি রেখেছি শান্তি রাখার চেষ্টা করেছি। জেতার জন্য বিজেপি প্রার্থী ও বিজেপি দল যেভাবে উঠে পড়ে লেগেছে যেভাবে সন্ত্রাস করার চেষ্টা করবে সেইজন্যে আমি আগাম জানিয়ে রাখলাম চ্যানেলের মাধ্যমে প্রশাসনের কাছে এবং নির্বাচন কমিশনের কাছে।
হিরন পাগল হয়ে গিয়েছে, যা ইচ্ছে তাই বলে যাচ্ছে। এইসব না বললে ওতো হেড লাইনে আসবে না। হিরন তো নিজের একটা কাজের কথাও তো বলছে না ওনার দল দশ বছরে কি করেছেন উনি নিজে কি করেছেন উনি তিন বছরের বিধায়ক এবং কাউন্সিলর দুটো পদই তো নিয়ে আছেন। এখন সাংসদ হওয়ার স্বপ্ন দেখছেন। স্বপ্ন দেখা ভালো, সেটা আমি বলবো না যে ভুল স্বপ্ন দেখছে। মানুষের স্বপ্ন দেখার অধিকার রয়েছে। কিন্তু কিন্তু স্বপ্নকে সত্যি করার জন্য রাত্রে যা ভাববে সকালে যা পারবে বলবে তোমরা সেটাকে হেডলাইন করবে। এখনো তো একটাও কিছু প্রমাণ দিতে পারল না গত ২ বছর ধরে এত কিছু বলে যাচ্ছে।
মিডিয়াকে বলব তোমরা ভুলভাল এই খবরগুলোকে তোমরা হেড লাইনে দিচ্ছ এইজন্য ও সাহসটা পাচ্ছে। আসলে মানুষ ওর সঙ্গে নেই ,মানুষ কেন ওর নিজের দলই ওর সঙ্গে নেই। যে কথাগুলি ও বলছে একটাও তার দলের কোন নেতা ওই কথা বলছে না। একজন বিধায়ক আছে সেও কোনদিন আমার কথা বলেছে না। ওদের জেলা সভাপতি রয়েছে সেও কি আমাকে নিয়ে কিছু বলছে? কেউ কিছু বলছে না বিজেপির। ওই একটাই ছেলে জেতার জন্য মরিয়া হয়ে যা পারছে বলছে ওকে আমার শুভেচ্ছা রইল।
আজ দেব কেশপুর এ একাধিক কর্মসূচিতে যোগ দিতে এসেছিলেন। পাশাপাশি অডিও ভাইরাল প্রসঙ্গে ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেব বলেন, এইসব কাজ একটা লোকই করছে সে চায়না যে আমি জিতি। সেই জন্য সে সব রকম ভাবে চেষ্টা করছে দলের ক্ষতি করার জন্য। বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় বলেন, আমরা এফআইআর করছি এটার বিরুদ্ধে। কারণ একজন সাংসদ প্রার্থী তিনি খুনের পরিকল্পনা করছেন ।
খুনের পরিকল্পনা তো ওনার। বিজেপি কোন খুনের পরিকল্পনা করবে কি ওনাকে জানিয়ে। এটা কি বিশ্ব ব্রাহ্মান্ড কোথাও হয়েছে, শুনেছেন পৃথিবীতে। অতএব খুনের পরিকল্পনাটা ওনার খুন করবেন আমাদের বিজেপি কর্মীকে। আমরা সবাই নিরাপত্তা চাই নির্বাচন কমিশনের কাছে। যে আমাদের কোন বিজেপি কর্মীকে মাননীয় সাংসদ দীপক অধিকারী খুন করার যে পরিকল্পনা করেছেন নির্বাচন কমিশনকে আমাদের নিরাপত্তা দিতে হবে। উনি যে খুন করার পরিকল্পনা করছেন তার জন্য তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এই আর্জি আমরা নির্বাচন কমিশনকে জানাচ্ছি। আমরা আইনজীবীর মাধ্যমে কথা বলছি। লজ্জার ব্যাপার ভারতবর্ষের প্রথম কোন প্রার্থী ওপেনলি খুন করবেন সেটা সংবাদ মাধ্যমে বলেছেন, মাইকিয়ে বলছেন। আমি লজ্জিত একজন শিল্পী হিসেবে যে একজন শিল্পী রাজনীতিতে চলে এলে তিনি খুন করতে পারেন এবং প্রকাশ্যে বলেছেন আমি ১০-২০ দিনের মধ্যে বিজেপি কর্মীকে খুন করবেন।