SBN Digital: শনিবার রাত থেকে প্রবল বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গে। ভেঙে গিয়েছে সেতু, কালভার্ট, বহু বাড়িঘর। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ২৮।
উদ্ধারকাজ চলছে। এমন পরিস্থিতিতে এদিন দুর্গত এলাকায় গিয়েছিলেন বিজেপির সাংসদ ও বিধায়ক। অভিযোগ, নাগরাকাটায় পোঁছোতেই তাঁদের দিকে তেড়ে আসে একদল দুষ্কৃতী। বাঁশ, লোহার রড দিয়ে মারধর করা হয়। ভাঙচুর করা হয় গাড়িতেও। গুরুতর আঘাত লাগে সাংসদ খগেন মুর্মুর। আক্রান্ত হন বিধায়ক শংকর ঘোষও।
আক্রান্ত সাংসদ-বিধায়ককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পিছনে তৃণমূল আছে, অভিযোগ করেন বিজেপি নেতারা। গোটা ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। বিজেপির অভিযোগ, রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এদিকে দোষীদের শাস্তির দাবিতে রাজ্যের সব জায়গায় প্রতিবাদে নেমেছে গেরুয়া শিবির। সেই মতো আজ বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা রাজ্য সড়ক ও ধর্মা এলাকা ৬০ নম্বর জাতীয় সড়কের টায়ার জ্বালিয়ে দীর্ঘক্ষণ অবরোধ করতে দেখা যায় বিজেপি নেতাকর্মীদের।
উত্তরবঙ্গে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মূর্মু, পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে বিক্ষোভ গেরুয়া শিবিরের
