ইন্দ্রজিৎ সাহু: পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে ও পিংলা থানা-হাসপাতাল-ব্লক প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার অনুষ্ঠিত হল রক্তদান শিবির। বৃহস্পতিবার বেলা দশটা নাগাদ এই রক্তদান শিবিরের শুভ সূচনা করেন ডেবরা সার্কেল এসডিপিও (SDPO) দেবাশীষ রয়। সার্কেল ইন্সপেক্টর (CI) বিশ্বজিৎ দাস। পিংলা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক।
এক ফোঁটা রক্তের অভাবে অনেক সময় মুমূর্ষ রোগীকে মৃত্যুবরণ করতে হয় হন্যে হয়ে ঘুরে বেড়াতে হয় রোগী ও তার আত্মীয়দের। পাশাপাশি জেলাতে গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হল।
এদিনের রক্তদান শিবিরে পুলিশ কর্মী ও পিংলা থানা এলাকার সাধারণ মানুষরা অংশ গ্রহন করেন। মোট ১২৫ জন রক্তদাতা রক্ত দান করেন। এদিনের রক্তদান শিবিরে রক্তদাতাদের হাতে ফুলের তোড়া এবং একটি করে গাছের চারা দিয়ে তাদের শুভেচ্ছা জানান ও উজ্জীবিত করেন পুলিশ অধিকারীরা।
এই বিষয়ে এক পুলিশ আধিকারিক জানান, রক্তদান শিবিরের ফলে জেলায় অনেকটাই রক্ত সংকট মিটবে বলেই মনে করছেন সকল শুভবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষ। এদিনের এই রক্তদান শিবির উপস্থিত ছিলেন পিংলা থানার ওসি গোবর্ধন সাউ, ডেবরা এসডিপিও, ডেবরা সার্কেল ইন্সপেক্টর,পিংলা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।