নিজস্ব সংবাদদাতাঃ জলমগ্ন ঘাটাল থেকে নিখোঁজ পরিবহন কর্মীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের শ্যামপুর এলাকায়। মৃতের নাম রাজীব সিংহ। বয়স ৪৫ বছর। রাজীব পেশাই পরিবহন কর্মী ছিলেন। বাড়ি অবজনগর এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বাড়ি থেকে কাজে বেরিয়ে যায়। বাড়ি না ফেরায় সন্দেহ হয় পরিবারের সদস্যদের। পরবর্তীতে রাজিবের পরিবারের সদস্যরা ঘাটাল থানায় একটি নিখোঁজ অভিযোগ দায়ের করে। ঘটনার একদিন পর শুক্রবার NDRF কর্মীরা এলাকায় তল্লাশি চালিয়ে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক অনুমান কাজ সেরে বাড়ি ফেরার পথে বন্যার জলে তলিয়ে যায় ওই ব্যক্তি। তারপর থেকে একদিন নিখোঁজ ছিল। NDRF ও পুলিশের প্রচেষ্টায় তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Ghatal: ঘাটালে পরিবহন কর্মীর মৃতদেহ উদ্ধার
