রাজ্যaccident: ভোট দেওয়ার জন্য বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পরিযায়ী...

accident: ভোট দেওয়ার জন্য বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পরিযায়ী শ্রমিক বোঝাই বাস, আহত ৩০

SBN NEWS DIGITAL: ইট ভাটায় কাজ ছেড়ে ভোট দেওয়ার জন্য বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পরিযায়ী শ্রমিক বোঝাই একটি বাস। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে দিনহাটার গোবরাছড়া এলাকায়। এই ঘটনায় দুজন শিশু-সহ জখম হয়েছেন অন্তত ৩০ জন।

দ্রুত স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় বাসের যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য দিনহাটা মহকুমা হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন সহকর্মীরা এবং নয়েরহাট পুলিশ ফাঁড়ির পুলিশকর্মী। তাঁরাও উদ্ধার কাজে হাত লাগান। স্থানীয় বাসিন্দা আলামীর আলম বলেন, “এদিন সকালে নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাসটি রাস্তার পাশে থাকা ফাঁকা জমিতে উল্টে যায়। ওই বাসে নটকো বাড়ি, চৌধুরিহাট, ধাপরা বিভিন্ন এলাকার পরিযায়ী শ্রমিক ছিলেন। প্রায় ৪০ জন পরিযায়ী শ্রমিক বোঝাই ওই বাস উল্টে যাওয়ার খবর পেয়েই স্থানীয়রা তড়িঘড়ি ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান।”

খবর দেওয়া হয় দিনহাটা দমকল কেন্দ্রে। সেখান থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় পাশাপাশি নয়ারহাট ফাঁড়ি পুলিশ পৌঁছে ঘটনাস্থলে। দিনহাটা ইটভাটায় কাজ করে এই শ্রমিকরা ভোটের জন্য বাড়ি ফিরছিলেন। কোনও কারণে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই দুর্ঘটনাটি ঘটেছে। তবে অনেকের মাথা ফেটেছে এবং শারীরিকভাবে জখম হয়েছেন তাদের মধ্যে দুজন শিশু রয়েছে।