খড়গপুর: বাস পার্ক করা নিয়ে স্থানীয় এক বাসিন্দার সঙ্গে একটি বাস কর্মীর গন্ডগোলের জেরে বুধবার সকাল ১০টার পর থেকে দিনভর বাস চলাচল বন্ধ রইল। ঘটনাটি ঘটেছে ডেবরা থানার ট্যাবাগেড়িয়া এলাকায়। যদিও পরে সন্ধ্যার দিকে ডেবরা থানায় উভয় পক্ষকে ডেকে মীমাংসা করা হয়েছে। বাস মালিক চন্দন বেরা জানালেন বৃহস্পতিবার থেকে বাস পরিষেবা স্বাভাবিক থাকবে। জানা গিয়েছে এইদিন সকালে ট্যাবাগেরিয়া এলাকায় বাস পার্কিং নিয়ে স্থানীয় বাসিন্দা নেপাল বুড়াইয়ের ঝামেলা হয় একটি বাস চালকের সঙ্গে। সেই ঘটনার পর থেকে ট্যাবাগেড়িয়া থেকে সমস্ত রুটের বাস চলাচল বন্ধ হয়ে যায়। ফলে চরম দুর্ভোগে পড়তে হয় নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারন মানুষকে।
নেপাল বুড়াইয়ের অভিযোগ রোজদিন তাঁর বাড়ির সামনে বাস পার্কিং করা হয়। ফলে বেরোনোর জায়গা থাকে না। অপরদিকে বাস মালিক চন্দন বেরার বক্তব্য দীর্ঘ ৪০ বছর ধরে ট্যাবাগেড়িয়াতে রাস্তার ধারে বাস পার্কিং করা হচ্ছে।
ডেবরায় বাস পার্কিং নিয়ে বিবাদ
