SBN NEWS DIGITAL: বড়সড় সাফল্য হাওড়া সিটি পুলিশের। হাওড়ার সাঁকরাইল ইন্ডাস্ট্রিয়াল পার্ক থেকে প্রায় ১০০ কেজির বেশি গাঁজা উদ্ধার হল। সবজির গাড়ি থেকে গাঁজা উদ্ধার করল হাওড়ার সাঁকরাইল থানার পুলিশ।
জানা গিয়েছে, হাওড়ার ধুলোগড় সাঁকরাইল ইন্ডাস্ট্রিয়াল পার্কে শুক্রবার গভীর রাতে এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়। শুক্রবার আনুমানিক রাত ২ টো নাগাদ একটি ছোট সবজি বোঝাই গাড়ী আসে ওই ইন্ডাস্ট্রিয়াল পার্কে। পার্কের সিকিউরিটির সন্দেহ হয়। কারণ পাশেই সবজি মান্ডী থাকা সত্বেও ইন্ডাস্ট্রিয়াল পার্কে পেঁয়াজের গাড়ি আসবে কেন? মাঝ রাতে গাড়িতে খালি করতে দেখে সেই নিরাপত্তা রক্ষী পুলিশকে খবর দেয়।
পুলিশ হাতে নাতে উদ্ধার করে বস্তা ভর্তি গাঁজা। ড্রাইভার খালাসী সহ ৬ জন কে আটক করেছে পুলিশ। মূল অভিযুক্ত ৪ জন কে পুলিশ হেফাজতে নিয়েছে। গাঁজার পরিমাণ প্রায় ১০২ কেজি। কোথা থেকে আসছিল এই গাড়ি ? এবং কোথায় যেত ? সেই নিয়ে তদন্ত শুরু করেছে হাওড়ার সাঁকরাইল থানার পুলিশ।