নিজস্ব প্রতিনিধিঃ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ৩ শতাংশ হারে বাড়তি ডিএ দিতে চলেছে কেন্দ্র। এর ফলে কেন্দ্রীয় সরকারে কর্মচারীরা ৫৮ শতাংশ হারে ডিএ পাবেন। এই বৃদ্ধি কেন্দ্রীয় মন্ত্রীসভায় অনুমোদিত হওয়ার পর ১ জুলাই থেকে লাগু হবে বলে জানা গিয়েছে।
এই ডিএ কার্যকর হলে রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ-র পার্থক্য গিয়ে দাঁড়াবে ৪০ শতাংশ। বর্তমানে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা তাদের বেসিক পে-র ১৮ শতাংশ হারে ডিএ পান। কেন্দ্রের তরফে চলতি বছরে এটা দ্বিতীয় দফায় ডিএ বৃদ্ধি হবে।
এর আগে মার্চ মাসে ২ শতাংশ ডিএ বাড়িয়ে ৫৫ শতাংশ করা হয়। এর ৪ মাস পরই ফের ৩ শতাংশ ডিএ বাড়াতে চলেছে কেন্দ্রীয় সরকার। সাধারণত সারা দেশে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্সের সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মীদের ডিএ বাড়িয়ে থাকে কেন্দ্র সরকার। বর্তমান হারে ডিএ দিলে একজন কর্মচারী যিনি ৬০,০০০ টাকা বেতন পান তিনি অতিরিক্ত ৩৪,৮০০ টাকা ডিএ হিসেবে পাবেন।
DA: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ৩ শতাংশ DA বৃদ্ধি কেন্দ্রের
