রাজ্যজলমগ্ন ঘাটাল যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

জলমগ্ন ঘাটাল যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

নিজস্ব প্রতিনিধিঃ একটানা বৃষ্টির জেরে চারবার বন্যা কবলিত হলো ঘাটাল। প্রতিবছর জল যন্ত্রণায় ভুগতে হয় সাধারণ মানুষকে। ভোট এলেই নেতাদের মুখে প্রতিশ্রুতি মেলে, ঘাটাল মাস্টারপ্ল্যান এর বাস্তবায়ন নিয়ে। তবে ভোট পেরোলে তথৈবচ অবস্থা। যে তিমিরে থাকেন বন্যার সময়, সেই তিমিরেই পড়ে থাকেন ঘাটালের মানুষ। এবার ঘাটালে বন্যা কবলিত এলাকা পরিদর্শনের যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর আগামী ৫ ই আগস্ট অর্থাৎ মঙ্গলবার ঘাটালে আসতে পারেন তিনি। ঘাটালের জলমগ্ন এলাকা পরিদর্শন করার পর, সেখান থেকে রাতে মেদিনীপুর সার্কিট হাউসে রাত্রিবাস করতে পারেন। পরের দিন বুধবার ৬ই আগস্ট ঝাড়গ্রাম জেলায় ভাষা আন্দোলনের যোগ দিতে যাওয়ার কথা রয়েছে। এবং ৭ ই আগস্ট বৃহস্পতিবার ঝাড়গ্রামে আদিবাসী দিবসের অনুষ্ঠানে থাকবেন তিনি।