খড়গপুর: ঘটনার পর ৪৫ ঘন্টা পার হয়ে গিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত আমরা বামপন্থী -খড়গপুরের সম্পাদক অনিল দাসকে প্রকাশ্যে মারধর করার ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেত্রী বেবী কোলে শর্মা অধরা রয়ে গিয়েছেন। যদিও তাঁকে মঙ্গলবার ফের খড়গপুর টাউন থানায় ডেকে পাঠিয়ে জেরা করা হয়েছে। কিন্তু তাঁকে গ্ৰেপ্তার করা হয়নি। এই ব্যাপারে জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন বেবী কোলে শর্মাকে গ্ৰেপ্তারের খবর তাঁর জানা নেই। তবে পুলিশ তাঁকে গ্ৰেপ্তার না করলেও জেলা তৃণমূলের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তাঁকে শো কজ করে তিনদিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি তথা বিধায়ক সুজয় হাজরা। তিনি এইদিন বলেন ” তাঁকে নিয়ে প্রশাসন কি করবে সেই ব্যাপারে আমি কিছু বলব না। ওটা প্রশাসনের বিষয়। তবে অনিল দাসকে যেভাবে মারধর করা হয়েছে তার নিন্দা করার ভাষা নেই। যাঁরা এই ঘটনার সঙ্গে জড়িত তাঁদের শাস্তি হওয়া প্রয়োজন বলে আমি মনে করি।” আর খড়গপুরের পুরপ্রধান কল্যাণী ঘোষ বিস্ময় প্রকাশ করে বলেছেন ” এত বড় ঘটনার পরেও কেন গ্ৰেপ্তার হবে না? ওকে তো গ্ৰেপ্তার করা উচিত।” এখনও পর্যন্ত বেবী কোলে শর্মাকে গ্ৰেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করেছেন শহরের বিশিষ্ট নৃত্যশিল্পী রিঙ্কু চট্টোপাধ্যায় সহ গায়ক সৌমেন চক্রবর্তী। তাঁদের প্রশ্ন ঘটনার পর অভিযোগ দায়ের হয়েছে। তারপরেও কেন গ্ৰেপ্তার করা হচ্ছে না বেবীকে। রীতিমতো উদ্বেগ প্রকাশ করে এঁরা বললেন ” এরকম চলতে থাকলে ভবিষ্যতে শহরের সামাজিক পরিস্থিতির অবনতি হবে। দুর্বৃত্তরা বেপরোয়া হয়ে উঠবে।”
এদিকে বেবী কোলে শর্মাকে অবিলম্বে গ্ৰেপ্তারের দাবিতে মঙ্গলবার বিকালে খড়গপুর নাগরিক সমাজের পক্ষ থেকে একটি মিছিল হয়েছে। মিছিলটি খড়গপুর শহরের মালঞ্চ এলাকার প্রেমহরি ভবন থেকে গোলবাজার পর্যন্ত হয়েছে। নেতৃত্বে ছিলেন কবি সুনীল মাজি, সমাজকর্মী দেবাশিস দে, সিপিএম নেতা সবুজ ঘোড়ই, মধুসূদন রায়, শিক্ষক শ্যামল ঘোষ প্রমুখ। অপরদিকে এখনও পর্যন্ত বেবী অধরা থেকে যাওয়ায় ভয়ে আতঙ্কে নিজেদের বাড়িতে ঢুকতে পারছেন বেবীর প্রতিবেশী রাজেশ সাউ সহ গোটা পরিবার। এঁদের বাড়ির সীমানা পাঁচিল ভেঙ্গে দিয়ে জলের লাইন কেটে দেওয়া ও সেপটিক ট্যাংক বন্ধ করে দেওয়ার অভিযোগ রয়েছে বেবী কোলে শর্মার বিরুদ্ধে। একেবারে গা ঘেঁষাঘেঁষি করে রয়েছে এই দুটি বাড়ি। পরিবারের গৃহবধূ দুর্গা সাউ বললেন ” ভয়ে বাড়ি ঢুকতে পারছি না।”
খড়গপুরে অনিল দাসকে মারধরের ঘটনায় বেবী কোলে শর্মাকে গ্ৰেপ্তারের দাবিতে নাগরিক সমাজের প্রতিবাদ মিছিল
