Top NewsSuicide: সবংয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা দশম শ্রেণির ছাত্রীর Suicide: সবংয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা দশম শ্রেণির ছাত্রীর
SBN Digital: গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা দশম শ্রেণির ছাত্রীর। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের ১০ নম্বর ভেমুয়া অঞ্চলের বসন্তপুর এলাকায়। মৃত ছাত্রীর নাম পিংকি পাড়ি। বয়স ১৬ বছর। পিংকি বুড়াল অঞ্চলের কেরুর হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্রী ছিল। 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ দুপুরে ওই ছাত্রী নিজের বাড়ির দোতালায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তারপর পরিবারের সদস্যরা দেখে ওই ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এই খবর ছড়িয়ে পড়তে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ভিড় করেন। 
তড়িঘড়ি ওই ছাত্রীকে উদ্ধার করে সবং গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ জানিয়েছে, এই ঘটনা এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। কি কারণে আত্মহত্যা করলো তার তদন্ত করা হচ্ছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।