General Newsশ্বশুরের বুকে কাঁচির কোপ, খুনের অভিযোগে গ্রেফতার পুত্রবধূ

শ্বশুরের বুকে কাঁচির কোপ, খুনের অভিযোগে গ্রেফতার পুত্রবধূ

SBN Digital: শ্বশুরের বুকে কাঁচি ঢুকিয়ে খুন করার অভিযোগ উঠল পুত্রবধূর বিরুদ্ধে। শুক্রবার রাতে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ক্যানিং থানার অন্তর্গত তালদি পঞ্চায়েতের রাজাপুর গ্রামে। মৃতের নাম স্বপন সরদার (৫৪)। শনিবার দেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত পুত্রবধূ মৌসুমী সরদারকে গ্রেপ্তার করেছে ক্যানিং থানা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তালদি রাজাপুর গ্রামের দম্পতি স্বপন ও কল্পনা সরদার। দম্পতির ছেলে প্রদীপ সরদার। ১৬ বছর আগে প্রদীপ প্রেম করে বিয়ে করেন চম্পাহাটির প্রতাপনগরের মৌসুমিকে। অভিযোগ, বিয়ের আগে থেকেই অন্য সম্পর্কে লিপ্ত ছিল মৌসুমী। বিয়ের পরও তা চালিয়ে যাচ্ছিল। সেই নিয়ে প্রদীপ-মৌসুমির মধ্যে অশান্তি হত। এর মধ্যেই মৌসুমি স্বামী প্রদীপকে চিরতরে সরিয়ে ফেলার ছক কষে বলে অভিযোগ। শুক্রবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে বচসা শুরু হলে কাঁচি হাতে প্রদীপকে খুন করতে উদ্যত হয় মৌসুমি। সেই সময় ছেলেকে বাঁচাতে এগিয়ে যান স্বপনবাবু। অভিযোগ, সেই সময় কাঁচি স্বপনবাবুর বুকে ঢুকে যায়। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যন্ত্রণায় কাতরাতে থাকেন প্রৌঢ়। সঙ্গে সঙ্গে পরিবারের অন্যরা তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আকস্মিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অভিযুক্ত বধূর শাস্তির দাবিতে সরব হয়েছেন এলাকাবাসী।