General Newsবিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রারকে লাথি ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের, ভিডিয়ো পোস্ট বিরোধী... বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রারকে লাথি ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের, ভিডিয়ো পোস্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর
SBN Digital: স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ব বিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার প্রলয় চক্রবর্তীকে লাথি মারছেন ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। আর বিধায়কের মার মুখ বুঝে সহ্য করছেন রেজিস্ট্রার। এক্স হ্যান্ডেলে এমন এক ভিডিও শেয়ার করে দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। https://x.com/SuvenduWB/status/1942089822782259491 স্বাভাবিকভাবেই এই ভিডিও সামনে আসতেই ঝড় উঠছে রাজ্য রাজনীতিতে। (ভিডিওর সত্যতা যাচাই করেনি sbnnews Digital সংবাদ অনলাইন) ভিডিওতে পোস্ট করে শুভেন্দুর দাবি, একটি সরকারি দপ্তরের ঘরে চেয়ারে বসে রয়েছেন হুমায়ুন কবীর। খানিক বাদেই সেখানে আসেন সহকারী রেজিস্ট্রার প্রলয় চক্রবর্তী।
বিধায়ককে দেখে কথাবার্তা সেরে নেন তিনি। এই কথোপকথন চলাকালীন আচমকা হুমায়ুন কবীর তাঁকে লক্ষ্য করে জুতো পায়ে লাথি মারেন। এরপর তড়িঘড়ি সেখান থেকে প্রলয়বাবু বেরোতে গেলে তাঁকে ঘুষি মারেন প্রাক্তন আইপিএস। সোমবারই ভিডিওটি এক্স হ্যান্ডেলে পোস্ট করেন শুভেন্দু।
সঙ্গে লেখেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সুশাসনের দৃষ্টান্ত এমনই হয়? স্বাস্থ্যবিভাগের অন্তর্গত একজন অফিসারকে প্রকাশ্যে মারধর করার পরও দপ্তরের নীরবতা সব কিছু বলে দিচ্ছে। অন্যদিকে এ ব্যাপারে ডেবরা বিধায়ক হুমায়ুন কবীর বলেন, একদম ফেক নিউজ। আমি যথা সময়, যথাসময়ে ব্যবস্থা নেবো।