General Newsবাড়ল পেট্রোল-ডিজেলের চাহিদা

বাড়ল পেট্রোল-ডিজেলের চাহিদা

SBN: চলতি বছরের এপ্রিলে ভারতে ডিজেলের চাহিদা উল্লেখজনক বেড়েছে। আগের কয়েক মাস চাহিদায় ঝিমুনি ভাব চলার পর এপ্রিলে ডিজেলের চাহিদা ৪% বেড়েছে। গরমকালের শুরুতে গ্রামাঞ্চলে চাষের জন্য সেচের কাজে পাম্পের ব্যবহার বৃদ্ধি ডিজেলের চাহিদা এতটা বাড়ার অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।২০২৩-২৪ অর্থবছরে ভারতে ডিজেলের চাহিদা মাত্র ২% বেড়েছিল। আর গত অর্থবছরে চাহিদার কোনও বৃদ্ধি হয়নি। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের পেট্রোলিয়াম প্ল্যানিং অ্যান্ড অ্যানালিসিস সেল-এর তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিলে ডিজেলের চাহিদা গত বছরের একই তার সময়ের থেকে ৪% বেড়ে হয়েছে ৮.২৩ মিলিয়ন টন। ২০২৩ সালের এপ্রিলের তুলনায় চলতি বছরের এপ্রিলে ভারতে ডিজেলের চাহিদা ৫.৩% বেড়েছে। আর ২০১৯-এর কোভিড অতিমারীর আগের সময়ের সঙ্গে তুলনা করলে চাহিদা বৃদ্ধির হার ১০.৪৫%। যাত্রীবাহী গাড়ির একটা বড় অংশ ডিজেলের বদলে পেট্রল, সিএনজির দিকে ঝুঁকছে। পাশাপাশি, ব্যাটারি-চালিত গাড়ি বিক্রির সংখ্যাও বাড়ছে। কিন্তু, তা সত্ত্বেও ভারতে এখন বিক্রি হওয়া সমস্ত পেট্রোলিয়াম পণ্যের মধ্যে ডিজেলের বিক্রি ৩৮%। প্রাক-কোভিড সময়কালের তুলনায় ভারতে বিক্রি লিটারের হিসেবে ডিজেলের বিক্রি ১০ শতাংশের বেশি বেড়েছে বলে জানিয়েছেন আধিকারিকরা। চলতি বছরের এপ্রিলে ভারতে পেট্রলের বিক্রি গত বছরের এপ্রিলের তুলনায় ৪.৬% বেড়ে হয়েছে আমার মিলিয়ন টন। গত বছর পেট্রোল বিক্রি ১৯% বেড়েছিল। অন্য দিকে, ভারতে গত মাসে এলপিজির বিক্রি ৬.৭% বেড়ে ২.৬২১ মিলিয়ন টন হয়েছে। তবে বিমান জ্বালানির চাহিদা বৃদ্ধির হার কমে ৩.২৫% হয়েছে। গত মাসে ভারতে মোট ৭,৬৬,০০০ টন বিমান জ্বালানি বিক্রি হয়েছিল।