SBN: দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের একমাত্র ছেলে সৃঞ্জয় মজুমদারের রহস্যমৃত্যু। জানা গিয়েছে, বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার হয়েছে। সৃঞ্জয় পেশায় আইটি কর্মী ছিলেন। এদিন সাতসকালে নিউটাউনের যে আবাসন তিনি থাকতেন সেখান থেকেই তাঁর নিথর দেহ উদ্ধার করা হয়। দেহ নিয়ে যাওয়া হয়েছে বিধাননগর হাসপাতালে। ময়নাতদন্তের জন্য পরে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। কেন মৃত্যু, ঘটনার নেপথ্যে কী কারণে তার পিছনে রয়েছে ধোঁয়াশা।