SBN Digital: দীঘায় সন্ধ্যার আকাশে আচমকাই রহস্যময় আলো! এই দৃশ্য দেখে প্রথমে চমকে যান পথচলতি মানুষজন থেকে পর্যটকরা। পরে সেই আলোর ছবি, ভিডিও তোলার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। খোলা জায়গা থেকে ছবি, ভিডিও তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন উৎসাহী মানুষজন। দিঘার সমুদ্রতটে ঘুরতে ঘুরতে পর্যটকদের চোখে পড়ে তীব্র আলোর জ্যোতি। প্রাথমিক বিস্ময় কাটার পর আলোর উৎস খুঁজতে ব্যস্ত হয়ে পড়েন সকলে। পরে সত্য সামনে আসে। জানা গিয়েছে,২০-২১ আগস্ট তারিখের মধ্যে বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় নোটাম জারি করা হয়েছিল। সব বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে। এটি আসলে ব্যালিস্টিক মিসাইল অগ্নি-৫।
বুধবার বিকেলে পরীক্ষামূলকভাবে অগ্নি-৫ মিসাইলের উৎক্ষেপণ করে ভারতীয় সেনা। ওড়িশার চাঁদিপুরে পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হয়। মিসাইলের আলোই দেখা গিয়েছে দিঘার আকাশে। ভারতীয় সেনার স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড-র তত্ত্বাবধানেই পরীক্ষা করা হয়েছিল। যার রেঞ্জ ৫০০০ কিমি। পরমাণু অস্ত্র বহনে সক্ষম।
দিঘার আকাশে ‘রহস্যময়’ আলো কি জানেন ?
