General NewsBelda News: বাবার অভিযোগের ভিত্তিতে ছোট ছেলেকে খুনের অভিযোগে বড় ছেলে গ্রেপ্তার

Belda News: বাবার অভিযোগের ভিত্তিতে ছোট ছেলেকে খুনের অভিযোগে বড় ছেলে গ্রেপ্তার

SBN Digital: বাবার অভিযোগের ভিত্তিতে ছোট ছেলেকে খুনের অভিযোগে বড় ছেলেকে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম তপন সিং। বাড়ি পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার জোড়াগেড়িয়া ফাঁড়ির দাঁতন দুই নম্বর ব্লকের সাউরি গ্রাম পঞ্চায়েতের একারুখি গ্রামে। ফোনের লোকেশন ট্র্যাক করে তাকে শুক্রবার সন্ধ্যায় পুলিশ গ্রেপ্তার করেছে। আজ, শনিবার ধৃতকে দাঁতন এসিজেএম আদালতে হাজির করা হবে। পুলিশ মৃত স্বপন সিংয়ের বাবা গুনধর সিংয়ের অভিযোগের ভিত্তিতে খুন-সহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করেছে। প্রসঙ্গত, বুধবার সন্ধ্যায় দাদা তপন সিংয়ের হাতে বাড়িতে খুন হন ভাই স্বপন সিং (৩০) বলে অভিযোগ। জানা গিয়েছে, বিবাহবিচ্ছিন্ন স্বপন মদ্যপান করতেন। কাজকর্ম সেরকম কিছু করতেন না। এলাকায় একাধিক চুরির ঘটনায় ধরা পড়েছিলেন বিভিন্ন সময়ে। আট বছর আগে স্ত্রী বাপের বাড়ি চলে যান। ফলে স্বপন একাই থাকতেন। ঘটনার দিন বাড়িতে কেউ ছিলেন না। সকালে মা ও বাবা ওড়িশার ময়ূরভঞ্জে আদি বাড়িতে চলে গিয়েছিলেন। আর দাদা তপন সিং স্ত্রীকে নিয়ে বেলদা থানার রানিসরাই গ্রাম পঞ্চায়েতের কুটকি এলাকায় শ্বশুরবাড়ি যান। সন্ধ্যায় বাড়ি ফিরে দেখেন আলমারি ভাঙা। টাকা উধাও। তখনই তাদের সন্দেহ গিয়ে পড়ে ভাই স্বপনের উপর। সেই সন্দেহের বশেই মদ্যপ অবস্থায় শুয়ে থাকা ভাইয়ের বুকের ডানদিকে একটি কুড়ুল দিয়ে আঘাত করে পালিয়ে যায় দাদা। ঘটনাস্থলেই ভাই স্বপনের মৃত্যু হয়। এদিকে, দেশের বাড়ি থেকে শুক্রবার সকালে বেলদা থানায় গিয়ে বাবা গুনধর সিং বড় ছেলের বিরুদ্ধে একটি খুনের অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতেই পুলিশ তপন সিংকে গ্রেপ্তার করে।